মুম্বই: এক সাংবাদিক বৈঠকে সম্প্রতি সলমন খানকে প্রশ্ন করা হয়, তিনি কী ঐশ্বর্য রাই বচ্চন-রণবীর কপূর অভিনীত, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর টিজার দেখেছেন? তাঁর উত্তর না ছিল। তবে শনিবার নিজের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে, অবশেষে কর্ণ জোহর পরিচালিত এই ছবির টিজার দেখেই ফেললেন সলমন! অ্যাশ অভিনীত এই ছবির টিজার দেখার পর অন্যদের মতো সলমনের প্রতিক্রিয়া এককথায় ‘অসাধারণ’। এছাড়াও তিনি তাঁর প্রাক্তন প্রেমিকার সৌন্দর্যেরও ভূয়সী প্রশংসা করেছেন।
বলিউডলাইফ ডট কমে প্রকাশিত খবর অনুযায়ী, ছবির টিজার দেখার পর অ্যাশের প্রশংসায় পঞ্চমুখ ভাইজান। প্রসঙ্গত, এই ছবিতে ঐশ্বর্যকে সত্যিই খুব সুন্দর লেগেছে।
এদিকে এই ছবির টিজার মুক্তির সঙ্গে সঙ্গে ছবিতে অ্যাশের লুক ছাড়াও চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে ঐশ্বর্য-রণবীরের ঘনিষ্ঠ দৃশ্য ও ‘হট’ কেমিস্ট্রি। সেপ্রসঙ্গে অবশ্য সলমন এখনও কোনও মন্তব্য করেননি।
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর টিজারে অ্যাশকে দেখে কী প্রতিক্রিয়া সলমনের, জানতে ক্লিক করুন এখানে
Web Desk, ABP Ananda
Updated at:
04 Sep 2016 03:25 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -