মুম্বই: ২০১৯ সালের শুরুতেই পর্দায় আসতে চলেছে অনুষ্কা শর্মা-ক্যাটরিনা কাইফ এবং শাহরুখ খান অভিনীত ‘জিরো’। ছবির ট্রেলর মুক্তি পেয়েছে বাদশার জন্মদিনেই। ট্রেলর প্রকাশকে কেন্দ্র করে বিশাল পার্টিরও আয়োজন করা হয়।

ছবিতে ক্যাট রয়েছেন সুপারস্টারের চরিত্রে, অনুষ্কা শারীরিকভাবে প্রতিবন্ধী এক বিজ্ঞানীর ভূমিকায় এবং শাহরুখ রয়েছেন বেঁটে বামুনের চরিত্রে। ট্রেলর প্রকাশ অনুষ্ঠানেই শাহরুখকে একান্ত আলাপচারিতায় দেখা যায় ‘জিরো’ ছবির সহ-অভিনেত্রী এবং পরিচালকের সঙ্গে। আনন্দ এল রাই পরিচালিত এই ছবি নিয়ে ওই আলোচনায় শাহরুখই জানিয়েছেন এক গোপন কথা। অনুষ্কার চরিত্রটি দেখে ক্যাটের এতটাই ভাল লাগে যে তিনি কেঁদেই ফেলেন। ওই চরিত্রে ক্যাট নিজে অভিনয়ও করতে চেয়েছিলেন।