মুম্বই: ১৯৯৮ সালের মুক্তি প্রাপ্ত ত্রিকোণ প্রেমের গল্প 'কুছ কুছ হোতা হ্যায়' (Kuch Kuch Hota Hai)। শাহরুখ খান (Shah Rukh Khan), কাজল (Kajol) ও রানি মুখোপাধ্যায় (Rani Mukerji)। কর্ণ জোহর (Karan Johar) পরিচালিত প্রথম ছবি যা আজও দর্শকের মনে একইভাবে জায়গা করে রেখেছে। এই ছবিতে ক্যামিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি চরিত্রে ছিলেন সলমন খান (Salman Khan)। তাঁর 'সাজন জি ঘর আয়' (Saajan Ji Ghar Aaye) গানটি বেশ প্রশংসিত। কিন্তু জানেন কি এই গানের পুরো শ্যুটিং সলমন খান করেননি?


'সাজন জি ঘর আয়' গানের শ্যুটিংয়ের নেপথ্য কাহিনি


'কুছ কুছ হোতা হ্যায়' ছবির বাকি গানগুলির মতোই দর্শকদের অত্যন্ত পছন্দের গান 'সাজন জি ঘর আয়'। সলমন খান ছিলেন এই গানে। তবে এই গানের অর্ধেক শ্যুট নাকি করেছিলেন তারকার 'ডুপ্লিকেট' (Duplicate)। আজ্ঞে হ্যাঁ! 


এই গানের কোরিওগ্রাফি করেছিলেন নৃত্যশিল্পী ফারহা খান। তিনিই এক ডান্স রিয়েলিটি শোয়ে এসে জানিয়েছিলেন সলমন খান সেই সময় রোজ মাত্র কয়েক ঘণ্টা করে ফাঁকা সময় পেতেন। ফলে সমস্ত পিছনের দিকে নেওয়া শট বা ওপর থেকে নেওয়া শটে ছিলেন সলমনের 'ডুপ্লিকেট'। 


 



২০২১ সালের শুরুর দিকে, কর্ণ জোহর খোলসা করেছিলেন যে কেন 'কুছ কুছ হোতা হ্যায়' ছবিতে আমনের চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছিলেন সলমন খান। একটি গানের অনুষ্ঠানে এসে কর্ণ জানান, তিনি অনেককেই আমনের চরিত্রের জন্য অফার দেন। কিন্তু শাহরুখ খানের ছবিতে কেউ দ্বিতীয় মুখ্য চরিত্রে অভিনয় করতে রাজি হননি। এরপর একটি পার্টিতে সলমনের সঙ্গে দেখা হয় কর্ণের। সেখানেই পরিচালক দুঃখ প্রকাশ করে বলেন কোনও যোগ্য অভিনেতা তিনি পাচ্ছেন না আমনের চরিত্রের জন্য। তার উত্তরে সলমন বলেন, 'এই ছবিতে অভিনয় করার জন্য পাগল হতে হবে আর আমি সেই পাগল।'


আরও পড়ুন: Business Trip: কর্মসূত্রে প্রচুর বাইরে যেতে হয়? নজরে থাকুক এই বিষয়গুলি


শাহরুখ-কাজল-রানি অভিনীত এই 'কুছ কুছ হোতা হ্যায়' ছবি বছরের পর বছর দর্শক ভালবেসেছেন এবং অনেকেই একে 'কাল্ট' ছবির তকমাও দিয়েছেন। 


উল্লেখ্য, ১৯৯৮ সালে 'কুছ কুছ হোতা হ্যায়' দিয়ে শুরু। এরপর 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবি পরিচালক হিসেবে কর্ণ জোহরের ২৫ বছর পূর্তির সাক্ষী হতে চলেছে। এই ছবির হাত ধরে দীর্ঘ ৭ বছর পর পরিচালকের আসনে ফিরলেন কর্ণ জোহর। 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে অভিনয় করেছেন শাবানা আজমি, জয়া বচ্চন, ধর্মেন্দ্র, টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়ও। 


এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial