কলকাতা: আরব সাগরের তীরে প্রাসাদোপম অট্টালিকা তাঁর। বিশ্বের ধনীতম তারকাদের মধ্যে পড়েন। কিন্তু মোটেই রুপোর চামচ মুখে নিয়ে জন্মাননি বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খান (Shah Rukh Khan)। রীতিমতো লড়াই করে মায়ানগরীতে রাজপাট স্থাপন করতে হয়েছে তাঁকে। অভিনেতা হিসেবে নাম হওয়ার পরও বাসের মেঝেতে শুয়েছেন দিনের পর দিন।


ছবির শ্যুটিংয়ে বাসের মেঝেয় ঘুমাতেন শাহরুখ!


পরিচালক তিগমাংশু ধুলিয়া (Tigmanshu Dhulia) শাহরুখ খানকে নিয়ে এই খোলসা করেছেন।  ‘দিল সে’ ছবিতে পরিচালক মণি রত্নমের সঙ্গে চিত্রনাট্য লেখার কাজ করেছেন তিগমাংশু। এমনকি ছবির সংলাপ তাঁরই লেখা। সেই সময়ও যথেষ্ট নাম করেছেন শাহরুখ। কিন্তু তার পরও বাসের মেঝেতে শুয়ে থাকতে দ্বিধা করেননি বলে জানিয়েছেন তিগমাংশু।


আরও পড়ুন: Kanchan Mallick Exclusive: থিয়েটার থেকে শুরু করে নির্দেশনা, বিধায়ক কাঞ্চন ভোলেননি অভিনয়ের শিকড়কে


সম্প্রতি একটি সাক্ষাৎকারে  স্মৃতিচারণ করতে গিয়ে বিষয়টির উল্লেখ করেন তিগমাংশু। তিনি জানান, ‘দিল সে’ করার সময় মহাতারকা হয়ে গিয়েছেন শাহরুখ। মণিরত্নম যে আউটডোরে যান, যখন তখন সিদ্ধান্ত বদল করেন, তা জানতেন তিনি। সেই সময় শ্যুটিংয়ের ফাঁকে মধ্যাহ্নভোজের জন্য এক ঘণ্টা সময় পাওয়া যেত। তড়িঘড়ি খাওয়া শেষ করে নিতেন শাহরুখ, যাতে একটু ঘুমিয়ে নিতে পারেন। কিন্তু তারকা-সুলভ আয়োজনে সময় নষ্ট হতে পারে। তাই বাসের মেঝেতেই শুয়ে পড়তেন। ঘুমিয়ে নিতেন কিছু ক্ষণ।


আজও একই রকম রয়ে গিয়েছেন শাহরুখ!


বর্তমানে নিজেই ছবি পরিচালনা, প্রযোজনা করেন তিগমাংশু। এমনকি অভিনয়েও হাত পাকিয়ে ফেলেছেন। অভিনেতা হিসেবেই শাহরুখের সঙ্গে ‘জিরো’ ছবিতে দেখা যায় তাঁকে। সেই ছবিতে কাজ করতে গিয়ে ফের একসঙ্গে সময় কাটানোর সুযোগ হয় দু’জনের। তিগমাংশু জানিয়েছেন, শাহরুখ আজও সেই আগের মতোই রয়েছেন। দাঁড়িয়ে খাবার খেতে দেখলে, নিজেই চেয়ার এগিয়ে দেন। এক এক করে সেটে সকলের কাছেই জানতে চান, তাঁরা খাবার খেয়েছেন কিনা। বিয়েবাড়িতে কনেপক্ষ ঠিক যেমন বিনয়ী হন, শাহরুখ তেমনই বলে জানিয়েছেন তিগমাংশু।


শুধু তিগমাংশুই নন, এর আগেও শাহরুখের এমন মাটির কাছাকাছি থাকার একাধিক কিস্সা সামনে এসেছে। 'মন্নত'-এ জমকালো আয়োজন হলে, শাহরুখ অতিথি আপ্যায়নে কোনও ত্রুটি রাখেন না, সকলের কাছে গিয়ে খোঁজ খবর নেন বলে শোনা যায়। অভিনেতা রিতেশ দেশমুখ জানিয়েছিলেন, রাতভর হুল্লোড় করতে ভালবাসেন শাহরুখ। ভোরবেলা পর্যন্তও যদি কেউ বসে থাকেন, তাঁকে সঙ্গ দেন। এমনকি গাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে তবেই ঘুমাতে যান।