কলকাতা: সদ্য জোড়া জন্মদিন কাটিয়েছেন তিনি, একটি বিধায়ক পদের অন্যটি, তার বয়সের। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন কেক কাটা, উদযাপনের ছবি। সকালে কালীমন্দিরে পুজো দিয়ে দিনটা শুরু করেছিলেন তিনি। সময় কেটেছে মূলত এলাকার মানুষদের সঙ্গেই। রাতে ছোটবেলার বন্ধুদের সঙ্গে উদযাপন... একেবারে পাক্কা বিধায়কের জীবনযাপন। কিন্তু সেই পরিচয়ের পাশাপাশি সমান দর্পে রয়েছে তাঁর আরও এক পরিচয়। বিধায়ক যেমন, তেমন তিনি দুঁদে অভিনেতাও। মানুষের কাজ করে যেমন তিনি আনন্দ পান, তেমনই তাঁর অক্সিজেন অভিনয়। পর্দার পাশাপাশি, এখন থিয়েটারের কাজ নিয়েও সমান ব্যস্ত বিধায়ক, অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)।
কাঞ্চনের অভিনয়ের শিকড় থিয়েটারের মঞ্চে। আপাতত 'একদিন আলাদিন' নাটকটির নির্দেশনা করছেন কাঞ্চন, নির্দেশনার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করছেন কাঞ্চন। ৫৫টিরও ওপর শো হয়ে গিয়েছে এই নাটকটির। আগামী ১১ মে, পাইকপাড়া ইন্দ্ররঙ্গ মঞ্চে রয়েছে এই নাটকের শো।
শুধু নিজের নির্দেশনায় অবশ্য থেমে নেই কাঞ্চন। একাধিকবার, একাধিক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন, যে থিয়েটার তাঁর প্রাণ ছিল, একসময় বিভিন্ন কারণে সেই থিয়েটার থেকেই সরে দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময় তাঁকে আবার থিয়েটারের মূলধারায় ফিরিয়ে এনেছিলেন সুজন নীল মুখোপাধ্যায়। তাঁরই গ্রুপ চেতনায় 'মাগন রাজার পালা'-তে অভিনয় করছেন কাঞ্চন। ইতিমধ্যেই এই থিয়েটারও পার করেছেন ৫০টির বেশি শো। ১৩ মে অকাদেমীতে শো রয়েছে এই থিয়েটারের।
শুধু থিয়েটারের মঞ্চ নয়, টেনিদা হিসেবেও শীঘ্রই পর্দায় দেখা যাবে কাঞ্চনকে। এই চরিত্র নিয়ে কাঞ্চন বলছেন, 'লকডাউনের আগে টেনিদার শ্যুটিং হয়েছিল। ভীষণ ভাল লাগছে ছবিটা এতদিন পরে মুক্তি পাচ্ছে সেটায়। টেনিদা বাঙালির কাছে আইকন, তবে আমি কেবল চরিত্রটাকে নিজের মতো করেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমাদের চার মূর্তির সম্পর্কটা সত্যিই ভাল ছিল। সেই সমীকরণটা পর্দায় ফুটে উঠেছে বলেই আমার বিশ্বাস। বাংলা সাহিত্যের দিক দিয়ে যদি ধরি, টেনিদা একটা ভীষণ ওজনদার চরিত্র। এতে যেমন মিলে রয়েছে সাহিত্য রস, তেমনই মিশে রয়েছে বাংলার আবেগও। টেনিদার মধ্যে একটা উত্তর কলকাতার ছাপ রয়েছে। অভিনয়ের মাধ্যমে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। পরিবেশ, পরিস্থিতির কথা মাথায় রেখে চিত্রনাট্যকে, এমনকি টেনিদাকেও কিছুটা যুগোপযোগী করে নেওয়া হয়েছে। আমি দর্শকদের অনুরোধ করব প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটা দেখতে। আশা করি দর্শকদের ভাল লাগবে এই ছবি।'
আরও পড়ুন: Walking Tips: হেঁটে-দৌড়ে ঝরাতে চান অতিরিক্ত মেদ? তাহলে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
আরও পড়ুন: Premature Grey Hair: অসময়ে চুল পেকে যাওয়ার সমস্যা এড়াতে কী কী করবেন এবং কী কী করবেন না