হ্যাজেল বলেছেন, ‘একবার কেউ আমার বাড়ির ভিডিও তুলেছিল। পরে যখন সেটা আমি দেখি, তাতে দেখতে পাই পিছনে একজন মাথা ঢাকা, বয়স্ক মহিলা। এমন নয় যে এই প্রথম আমি তাঁকে দেখতে পেলাম- ১৮ বছর বয়সে একটি ছবিতে তাঁকে দেখি আমি। অল্পদিনের মধ্যে সেই বাড়ি আমি ছেড়ে দিই। হ্যাঁ, আমি ভূতে বিশ্বাস করি, মনে করি, তাদের একলা থাকতে দেওয়া উচিত’।
কী মনে হয় আপনার? সত্যিই ভূত নাকি?