জানেন? খালি চোখে ভূত দেখেছেন যুবরাজ পত্নী হ্যাজেল কিচ!
ABP Ananda, Web Desk | 02 Dec 2016 10:16 AM (IST)
নয়াদিল্লি: যুবরাজ সিংহ হ্যাজেল কিচ এখন স্বামী স্ত্রী। অল্পদিন আগে দারুণ ধুমধাম করে বিয়ে করেছেন তাঁরা। কিন্তু নব পরিণীতা হ্যাজেল সম্পর্কে এমন একটি তথ্য হাতে এসেছে, যা বাকি বিশ্ব এখনও জানে না। শ্রীমতী হ্যাজেল সিংহ শুধু সুন্দরী মডেল নন, বাস্তব জীবনে ভূত দেখেছেন তিনি! এক পত্রিকায় সাক্ষাৎকার দিতে গিয়ে যুবরাজ পত্নী নিজেই জানিয়েছেন এ কথা। হ্যাজেল বলেছেন, ‘একবার কেউ আমার বাড়ির ভিডিও তুলেছিল। পরে যখন সেটা আমি দেখি, তাতে দেখতে পাই পিছনে একজন মাথা ঢাকা, বয়স্ক মহিলা। এমন নয় যে এই প্রথম আমি তাঁকে দেখতে পেলাম- ১৮ বছর বয়সে একটি ছবিতে তাঁকে দেখি আমি। অল্পদিনের মধ্যে সেই বাড়ি আমি ছেড়ে দিই। হ্যাঁ, আমি ভূতে বিশ্বাস করি, মনে করি, তাদের একলা থাকতে দেওয়া উচিত’। কী মনে হয় আপনার? সত্যিই ভূত নাকি?