৭ তারিখ মুক্তি পাচ্ছে ‘রইস’-এর ট্রেলার
ABP Ananda, Web Desk | 02 Dec 2016 08:28 AM (IST)
মুম্বই: বলিউডের বাদশার বহুপ্রতীক্ষিত ছবি ‘রইস’-এর ট্রেলার বাজারে আসছে ৭ ডিসেম্বর। সেই ট্রেলার মুক্তির প্রস্তুতি হিসেবে একটি স্পেশাল ভিডিও রিলিজ করেছেন শাহরুখ খান। সেখানে ‘রইস’-এর চরিত্রে শাহরুখ এসে ঘোষণা করছেন ট্রেলার মুক্তির তারিখ। রাহুল ঢোলাকিয়ার এই ছবি আশির দশকে গুজরাটের পটভূমিতে নির্মিত। চোরাচালানকারী রইস খানের ভূমিকায় রয়েছেন শাহরুখ। শেষ তাঁকে দেখা গেছে আলিয়া ভট্টের সঙ্গে ‘ডিয়ার জিন্দেগি’ ছবিতে। গোটা দেশের ৩,৫০০ হলে মুক্তি পাবে এই ট্রেলার। দিল্লি, ইন্দোর, আমদাবাদ, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, জয়পুর, মুম্বই ও মোগা শহরে ফ্যানদের সঙ্গে আলাপচারিতাও করবেন শাহরুখ। যদিও মুখোমুখি নয়, তা হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। ২৬ জানুয়ারি মুক্তি পাবে ওই ছবি। দেখুন ট্রেলার মুক্তির আগে শাহরুখের ভিডিও