নয়াদিল্লি: টেলিভিশন অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়, শুক্রবার রাতে যাঁর মৃত্যুর খবরে তোলপাড় হয়ে যায় সোশ্যাল মিডিয়া, জানা গিয়েছে মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। এক সূত্রের তরফে দাবি করা হয়েছে,  চিকিৎসকদের ধারনা মৃত্যুর সময় তিনি দুমাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

শুক্রবার রাতে প্রত্যুষাকে অচৈতন্য অবস্থায় মুম্বইয়ের শহরতলিতে তাঁর অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়। তারপর তাঁকে কোকিলাবেন হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন প্রত্যুষা। যদিও তাঁর মৃত্যুর পর বিভিন্ন তথ্য সামনে এসেছে। এই ঘটনায় প্রত্যুষার বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংহকে আটক করে জেরা করেছে পুলিশ। বিভিন্ন সময় শোনা গেছে রাহুলের সঙ্গে অশান্তি, তৃতীয় এক নারীকে ঘিরে ঝামেলাই প্রত্যুষাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। কখনও বলা হয়েছে, অভিনেত্রীকে খুন করা হয়েছে। মৃত্যুর সময় তাঁর মাথায় সিন্দুর ছিল, রাহুলের সঙ্গে সম্পর্কের অবনতি, প্রকাশ্যে প্রত্যুষাকে রাহুলের চড়, বিভিন্ন কারণ গত ২৪ ঘন্টায় সামনে এসেছে। এই সমস্ত কারণগুলোর মধ্যে, আপাতত, চিকিৎসকদের তরফে দাবি করা হয়েছে, দু মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। সেই ভিত্তিতে জরায়ুর নমুনাও জে.জে হাসপাতালে পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে।

চিকিৎসকদের দাবি, তাঁরা অভিনেত্রীর জরায়ুতে এক সাদা থকথকে তরল পদার্থ থাকার ইঙ্গিত পেয়েছেন। তরল পদার্থটি সংগ্রহ করে হিস্টোপ্যাথলজি পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে, কারণ তাতেই প্রমাণ হবে ওটা কোনও সংক্রমণ নয়, ভ্রুণ ছিল।

এদিকে অন্য এক সূত্রে দাবি করা হয়েছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার আগেরদিন অনেক গভীর রাত পর্যন্ত রাহুল, প্রত্যুষা এবং তাঁদের এক বান্ধবী বাড়িতে পার্টি করেন। তারপরের দিন সকালে সেই বান্ধবীকে ছাড়তে চলে যান রাহুল। এই ঘটনায় গতকাল সন্ধেবেলা বাঙ্গুরনগর থানায় রাহুলের বয়ান নথিভূক্ত করে পুলিশ।