মুম্বই: মা হতে চলেছেন শ্রেয়া ঘোষাল? এমনই দাবি মুম্বইয়ের একটি সংবাদমাধ্যমের।

গতবছর ফেব্রুয়ারিতে অনুরাগীদের চমকে দিয়ে হঠাতই প্রেমিক শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন শ্রেয়া। তিনি নিজেই সোশ্যাল মিডিয়াকে বিয়ের খবর জানিয়েছিলেন। তিনি যে দশ বছর ধরে প্রেম করেছেন তা জানতেই পারেনি গোটা বলিউড।

এবারেও চমক। হঠাত্ই তাঁর সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ হল। মাঝেমধ্যেই নাকি তাঁকে বেবি বাম্প নিয়েও ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে বলে দাবি ওই সংবাদমাধ্যমের।

যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে শ্রেয়া বা তাঁর পরিবারের কেউই মুখ খোলেননি। সম্ভবত, বিয়ের মতো মা হওয়ার খবরও হঠাত্ করেই প্রকাশ্যে শ্রেয়া।