আলোচ্য বিজ্ঞাপনে দেখা যায়, গল্প করতে করতে হঠাৎ পুরুষ বন্ধুর গালে কষে চড় মারতে শুরু করেন সঞ্জনা। এভাবে মারতে থাকেন বেশ কয়েকবার। টিভিতে কী কী শো দেখবেন, তা বাছাই করতেই মজা করে ওই কাজ করেন সঞ্জনা। কিন্তু বিজ্ঞাপনে সঞ্জনার এমন রূপ দেখে যারপরনাই বিরক্ত পূজা।
বিজ্ঞাপনটিতে ট্যুইট করে পূজা বলেন, ' এই ধরনের পারিবারিক হিংসা একেবারেই গ্রহণযোগ্য নয়। বিজ্ঞাপনটি দেখে রীতিমতো ভয় পেয়ে গিয়েছি। যদি কোনও মহিলার গালে কোনও পুরুষকে এভাবে থাপ্পড় মারতে দেখা যেত তাহলে কী হত! ' পুরুষ হোক কিংবা মহিলা, কোনও লিঙ্গের মানুষের উপরই গার্হস্থ্য হিংসা মেনে নেওয়া যায় না বলে মনে করছেন পূজা।
এর আগে সঞ্জনা বিতর্কে জড়িয়ে পড়েন ‘দিল বেচারা’ ছবির প্রেক্ষিতে। এই ফিল্মের মধ্য দিয়েই তিনি হিন্দি ছবির জগতে প্রবেশ করেন। তাঁর বিপরীতে ছিলেন সুশান্ত। কিন্তু দুঃখের কথা হল, ছবিটি রিলিজ হওয়ার আগেই জীবন থেকেই ছুটি নেন অভিনেতা। কিন্তু ছবিটি মুক্তির আগে সুশান্ত, সঞ্জনাকে নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়ে যায়। অভিযোগ ওঠে, আলোচ্য ছবির সেটে নাকি সঞ্জনার শ্লীলতাহানি করেছেন সুশান্ত। বিতর্ক দানা বাঁধে। শেষটায় বাধ্য হয়ে আসরে নামেন সঞ্জনা এবং জানান ছবির সেটে সুশান্ত এমন কিছু করেননি।