কলকাতা: ছোট্ট থেকেই তারকাদ্যুতি দেখে এসেছেন তিনি। খুদে মেয়ে পরিচিত হয়েছেন ২২ গজের বিভিন্ন বিষয়ের সঙ্গে। বাবা যখন বিদেশ যেতেন, মায়ের সঙ্গে যেতেন মেয়েও। আর সেখানে গিয়েই, ছোট্ট মেয়ে সানাকে নিয়ে বিভিন্ন অভিজ্ঞতা হয়েছিল ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly)। 'মাদার্স ডে'-র সাক্ষাৎকারে এবিপি লাইভকে (ABP Live) সেই গল্পই শোনালেন ডোনা।


একান্নবর্তী পরিবারে থাকার জন্য ছোট্ট সানাকে সামলানোয় সাহায্য পেতেন অল্পবিস্তর। তবে একা হাতে সানাকে সামলাতে হত ট্যুরে গিয়ে। সৌরভ গঙ্গোপাধ্যায় তখন ইন্ডিয়া খেলছেন, ব্যস্ত টিম নিয়ে। দেশে নয়, বেশিরভাগ সময়েই খেলতে যেতে হয় বিদেশে। কিন্তু মেয়ের কথা খুব মনে পড়ত। সেই কারণেই, বিদেশ সফরে সঙ্গে নিয়ে যেতেন ডোনা ও সানাকে।


এবিপি লাইভকে ডোনা বলছেন, 'মহারাজের সঙ্গে ট্যুরে প্রথম প্রথম যখন সানাকে নিয়ে যাওয়া শুরু করলাম, ও সারা রাত জেগে থাকত। ভোরের দিকে ঘুমাত। অদ্ভুত সব অভিজ্ঞতা হয়েছে। সেই সময়ে আইপিএল-এর মতো দিল্লি বা ব্যাঙ্গালোরে ট্যুর হত না। অস্ট্রেলিয়া, আফ্রিকা, নিউজ়িল্যান্ড, লন্ডনে ট্যুর হত। এখনও মনে আছে, অ্যাডিলেডে মাঠের উল্টো দিলেই ছিল চিড়িয়াখানা। সেখানে সানাকে একদিন নিয়ে গেছিলাম। ছোটবেলায় সানাকে নিয়ে দেশের বাইরে যাওয়া মানেই ছিল চিড়িয়াখানা ট্যুর। মহারাজই সানাকে নিয়ে যেতে বলত, অন্যান্য ক্রিকেটারদের পরিবারও যেন। সেই সময় তো মহারাজ ইন্ডিয়া খেলছে। আমারও মনে হত, যদি সানাকে নিয়ে না যাই, ও জানবেই না বাবা মানুষটা কেমন?  মনখারাপ হত মহারাজেরও। এরপরে আস্তে আস্তে সানার স্কুল শুরু হয়। তখন আবার অন্য রুটিন।'


এমনই এক বিদেশ সফরের কথা মনে পড়ে যায় ডোনার। বলছেন, '২০০৭-এ এনএবিসি ট্যুরে গিয়েছিলাম। সেখানে আমি, আমার এক বন্ধু আর রবিন সিংহের স্ত্রী সুজাতা সবাই বসে গল্প করছি। সানা আর সুজাতার ছেলে তখন অনেক ছোট, আমাদের সামনেই একটা চত্বরে ঘুরে ঘুরে খেলা করছিল। হঠাৎ দেখি, দুজন বাচ্চাই নেই। কিছুতেই ওদের খুঁজে পাচ্ছি না। আমরা ৩ জন ৩ দিকে খুঁজছি, হঠাৎ ওদের খুঁজে পাওয়া গেল। পুলিশের সামনে। গিয়ে শুনলাম, দুই খুদে নিজেই পুলিশের কাছে গিয়ে বলেছে, 'আমাদের মায়েরা হারিয়ে গিয়েছে'। পুলিশেরা বলেছিলেন, 'আপনাদের বাচ্চারা বেশ স্মার্ট'।'


আরও পড়ুন: Tota Roychowdhury: পরিচালক রাজার প্রবল আপত্তি, সোশ্যাল মিডিয়া থেকে বিতর্কিত ক্লিপিংস মুছলেন টোটা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।