কলকাতা: তাঁর ভিডিও পোস্ট নিয়ে তোলপাড়, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গুঞ্জন টলিপাড়াতেও। তিনি নাকি পরিচালক ও প্রযোজকের অনুমতি না নিয়েই ছবির ক্লিপিংস আপলোড করে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। তাকেই নাকি প্রভূত ক্ষতি হয়েছে প্রযোজক-পরিচালকের। ক্ষুদ্ধ পরিচালক আপত্তি জানিয়েছেন, টেনে এনেছেন কর্ণ জোহর (Karan Johar)-এর প্রসঙ্গও! বিষয়টা ঠিক কী? 


অভিনেতা টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury) যে রাজা চন্দর নতুন ছবি 'পুলিশ'-এ কাজ করছেন, সেই খবর ইতিমধ্যেই সবার জানা। সেই ছবির শ্যুটিংয়ের কাজও শেষ হয়ে গিয়েছে। তবে অক্ষয় তৃতীয়ার দিন প্রকাশ্যে আসে ছবির প্রথম ঝলক। সাধারণত অফিসিয়ালি কোনও ঝলক পোস্টারে আসলে, তা প্রযোজক, পরিচালক, অভিনেতা সবার প্রোফাইল থেকেই আপলোড করা হয়। তবে এই ঝলক কেবলমাত্র প্রকাশ্যে এসেছিল টোটার প্রোফাইল থেকে। বিষয়টার দিকে তেমনভাবে নজর দেননি কেউই। বরং টোটার প্রশংসা করতেই ব্যস্ত ছিলেন সকলে। 


বিস্ফোরক খবর প্রকাশ্যে আসে সন্ধেয়। পরিচালক রাজা চন্দ ভিডিও প্রকাশ করে জানান, টোটা অনুমতি না নিয়েই ক্লিপিংসটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছেন। তাতে পরিচালক, প্রযোজনা সংস্থা কারও নাম নেই। এই ধরণের কাজ করা আইনবিরুদ্ধ। এবিপি লাইভের তরফ থেকে রাজা চন্দের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই বিষয়ে টোটার সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও ফল হয়নি। তিনি ক্লিপিংসটি ডিলিট করতে নারাজ। এই ঘটনা গত শুক্রবারের। এবিপি লাইভের তরফ থেকে সেইদিন তাঁর সঙ্গে বারে বারে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাঁর ফোন স্যুইচড অফ আসে।


তবে রবিবার দেখা যায়, সোশ্যাল মিডিয়া থেকে নিজেই সেই ক্লিপিংসটি সরিয়ে দিয়েছেন টোটা। বাদ বাকি সমস্ত পোস্ট থাকলেও, নেই টোটার অক্ষয় তৃতীয়ায় করা সেই বিতর্কিত পোস্ট। এর আগে, রাজা চন্দ কর্ণ জোহরকে গোটা বিষয়টা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে ট্যাগ করেছিলেন। রাজা জানিয়েছিলেন, টোটা নাকি কর্ণকে দেখানোর জন্যই ক্লিপিসংটি চেয়েছিলেন। তবে টোটা যে সোশ্যাল মিডিয়ায় তা আপলোড করে দেবেন, কেউ জানত না। তবে সোশ্যাল মিডিয়া থেকে ক্লিপিংসটি সরিয়ে নেওয়ার পরে রাজা বা টোটা কারও তরফ থেকেই বিবৃতি দেওয়া হয়নি। তবে প্রযোজক রানা সরকার টোটাকে ধন্যবাদ জানিয়েছেন। রানা এই বিষয়টা নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন। 


আরও পড়ুন: Soumitrisha Kundoo: আদৃত-কৌশাম্বির বিয়ে সারা, 'নতুন শুরু'-র কথা ঘোষণা সৌমিতৃষারও


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।