নদিয়া, নাকাশিপাড়া: নাকাশিপাড়ার বিলকুমারীতে উত্তেজনা। তৃণমূলের ভয়ে ভোট দিতে যেতে না পারার অভিযোগ। ভোটারদের বুথে নিয়ে গেলেন খোদ বিজেপি প্রার্থী অমৃতা রায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ।


ভোট দিতে যেতে না পারায় উত্তেজনা। তৃণমূলের ভয়েই যাওয়া যাচ্ছে না বুথে- এমনটাই অভিযোগ। পুলিশের কাছেই অভিযোগ জানানো হয়।


'নিরাপত্তার দায়িত্বে আমি আছি, বাড়ি থেকে বুথ পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে আমি।', দাবি দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারের। পুলিশের সামনেই হুমকি দেওয়ার অভিযোগ ভোটারদের। পুলিশের দাবি, তাদের সামনে হুমকি দেওয়া হয়নি। পুলিশের সঙ্গে ভোটারদের তুমুল বচসা। 


সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একাধিক গ্রামবাসীর দাবি, তাঁরা ভোট দিতে পারেননি প্রথমে। কেউ বেরিয়েও রাস্তা থেকে ফিরে গিয়েছেন। তাঁদের অনেকের অভিযোগ ভোট না দেওয়ার জন্য ভয় দেখানো হয়েছে। অনেকের অভিযোগ, তাঁদের ভয় দেখিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাই আগে তাঁরা ভোট দিতে পারেননি। কারও অভিযোগ, আসতেই দেওয়া হয়নি তাঁদের। বেশ কিছু মহিলারা অভিযোগ করেন, 'তৃণমূল আটকে দিয়েছিল। এখন এসে দিয়েছি। তৃণমূল বলেছে রাতে শায়েস্তা করবে।'


অভিযোগের খবর পেয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পরে ওই ভোটারদের নিয়ে আসেন। অমৃতা রায় বলেন, 'ওঁরা ভয় পেয়ে গিয়েছেন। আপনি নিয়ে গেলে আমরা যাব। তাই আমি নিয়ে এসেছি।'  


গ্রামবাসীরা অভিযোগ করছেন বলে মেনে নিয়েছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার। কিন্তু অভিযোগের সত্যতা মানতে চাননি দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার। ভোর ৬টা থেকে তিনি এলাকায় আছেন, হুমকি-হুঁশিয়ারি হয়নি বলে দাবি তাঁর।


ভোটারদের অভিযোগ, পুলিশ মিথ্যে বলছে। বিলকুমারীতে ঝামেলা হচ্ছে। তৃণমূলের লোকজন হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। বিলকুমারীতে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো শুরু হয়। পরে বিজেপি প্রার্থী ভোটারদের বুথে নিয়ে যান। 


চতুর্থ দফায় দক্ষিণবঙ্গে নির্বাচন শুরু হতেই হিংসার ছবি দেখা গেল বাংলায়। কোথাও দেদার ছাপ্পা ভোট, কোথাও দুই দলের কর্মীদের মধ্যে মারপিট, কোথাও আবার ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকী বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। জখম হয়েছেন দিলীপের ২ নিরাপত্তারক্ষী। দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Loksabha Election 2024: প্রধানমন্ত্রীকে রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো ছবি উপহার! ভোটের বাংলায় নয়া বিতর্ক