মুম্বই: জীবনের তিক্ত অভিজ্ঞতা থেকে রাজনৈতিক চিন্তাভাবনা- সব কিছু অনায়াসে প্রকাশ্যে আনেন কঙ্গনা রানাওয়াত। এ বছরের শুরুতে টুইটারে যোগ দিয়েছেন তিনি আর এরই মধ্যে তাঁর অ্যাকাউন্ট জনপ্রিয়তার পাহাড় ছুঁয়েছে।

এবার টুইটারে একটি কবিতা পোস্ট করেছেন কঙ্গনা। তাতে তিনি মৃত্যুর পর গঙ্গায় চিতাভস্ম বিসর্জনের যে প্রথা রয়েছে সে ব্যাপারে বক্তব্য রেখেছেন। কবিতার নাম রাখ বা ছাই। তিনি লিখেছেন, তাঁর ইচ্ছে, মৃত্যুর পর তাঁর ছাই যেন পাহাড়ের চূড়ায় চূড়ায় ছড়িয়ে দেওয়া হয়।

কবিতা আবৃত্তির একটি ভিডিও তিনি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে, বরফে ঢাকা পাহাড়ে পরিবারের সঙ্গে আনন্দে মেতেছেন তিনি।


এর আগে কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় তাঁর লেখা কবিতা শেয়ার করেন, তার নাম ছিল আসমান। কবিতায় তিনি তুলে ধরেন জীবনের অর্থ ও ভালবাসার কথা।