মুম্বই: আত্মজীবনী লিখতে গেলে সাহসের দরকার হয়। তাঁর সেই সাহস নেই। তিনি আত্মজীবনী লিখতে পারবেন বলে মনে হয় না। আশা পারেখের জীবনী প্রকাশ অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন সলমন খান। তিনি বলেছেন, ‘আমার এই বই প্রকাশ অনুষ্ঠানে থাকা উচিত নয়। কী বলব বুঝতে পারছি না। আত্মজীবনী লেখা সবচেয়ে সাহসের কাজ। আমি সেটা করতে পারব না। আমার মনে হয় ধরমজি এটা বুঝবেন।’

আশা পারেখের জীবনীর মুখবন্ধ লিখেছেন সলমন। এই কারণে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন বলিউডের প্রবীণ অভিনেত্রী। এই অনুষ্ঠানে ধর্মেন্দ্র, জিতেন্দ্র, সেলিম খান, ওয়াহিদা রহমান, হেলেন, জ্যাকি শ্রফ, অরুণা ইরানি সহ বহু বিশিষ্ট ব্যক্তি হাজির ছিলেন।