আশির দশকের শেষ থেকেই ইরফান খান ছোটপর্দায় কাজ শুরু করেন। সেই সময় দূরদর্শন-এর বেশ কিছু যুগান্তকারী প্রযোজনায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা। অভিনয় জীবনের শুরুতেই শ্যাম বেনেগাল, প্রবীণ নিশ্চল, গুলজার-এর মতো পরিচালকদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল তাঁর। এনএসডি-র এই ছাত্র যে অত্যন্ত প্রতিভাবান তা সেই সময়ের পরিচালকদের নজর এড়িয়ে যায়নি। তাই এর পরেই শ্যাম বেনেগালের ‘ভারত এক খোঁজ’-এ তাঁকে কাস্টিং করা হয় একটি বিশেষ চরিত্রে।
১৯৮৫ সালে দূরদর্শন-এর জন্য নির্মিত হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’, প্রবীণ নিশ্চলের পরিচালনায়। ওই সিরিজে অভয়া-র স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন ইরফান। সেটিই পর্দায় তাঁর প্রথম কাজ। এই ধারাবাহিকটিই ফের সম্প্রচারের সিদ্ধান্ত ট্যুইট করে জানানো হয় দূরদর্শনের তরফ থেকে।
করোনার জন্য বন্ধ বিভিন্ন ধারাবাহিকের শ্যুটিং ও সম্প্রচার। তাই আশি ও নব্বইয়ের দশকের কিংবদন্তি ধারাবাহিকগুলিকে ফিরিয়ে এনেছে চ্যানেলের নির্মাতা সংস্থারা। সেই ধারাতেই ফের একবার দর্শক মুগ্ধ হবে ইরফান অভিনীত প্রথম ধারাবাহিক শ্রীকান্ত দেখে।