লকডাউনে ধারাবাহিকের পর্দায় আসছেন শাহরুখ খান! ঘোষণা করল দূরদর্শন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 May 2020 09:29 PM (IST)
লকডাউনের জেরে এবার ধারাবাহিকে অভিনয় করছেন বলিউডের বাদশা! তবে বর্তমান এসআরকে নয়, অনুরাগীরা ছোটপর্দায় দেখতে পাবেন ১০৮৯ সালের শাহরুখকে। শাহরুখ খান অভিনীত ধারাবাহিক 'দুসরা কেবল' কে ফের টিভির পর্দায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিল দূরদর্শন।
মুম্বই: লকডাউনের জেরে এবার ধারাবাহিকে অভিনয় করছেন বলিউডের বাদশা! তবে বর্তমান এসআরকে নয়, অনুরাগীরা ছোটপর্দায় দেখতে পাবেন ১০৮৯ সালের শাহরুখকে। শাহরুখ খান অভিনীত ধারাবাহিক 'দুসরা কেবল' কে ফের টিভির পর্দায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিল দূরদর্শন। করোনা আবহে পুরনো বহু জনপ্রিয় টিভি ধারাবাহিক পুনসম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন চ্যানেলের নির্মাতারা। এবার দূরদর্শন রেট্রোর পর্দায় শাহরুখ অভিনীত জনপ্রিয় টিভি শো 'দুসরা কেবল'-কে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিল দূরদর্শন ন্যাশানাল। ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ। আজ ট্যুইট করে এই কথা জানানো হয় দূরদর্শনের তরফ থেকে। ট্যুইটটি রিট্যুইট করেন শাহরুখও। লকডাউনে রূপোলি পর্দার নায়ককে ফের একবার নিয়মিত ধারাবাহিকে দেখতে উৎসুক অনুরাগীরা।