কলকাতা: গোটা ভিডিও জুড়ে ঠিক ভুল আর সত্যি মিথ্যের দ্বন্ধ। মুক্তি পেল পরিচালক সপ্তাশ্ব বসু (Saptaswa Basu)-র নতুন ছবি 'ডাঃ বক্সী' (Doctor Bakshi)-র নতুন ছবির ট্রেলার। ছবির মুখ্যভূমিকায় রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)।                                                                             


সদ্য় মুক্তি পাওয়া ছবির ট্রেলারে শুভশ্রীর চরিত্রকে দেখা গেল একজন লেখিকা হিসেবে। সবাই তাঁর গল্পের চরিত্র। কিন্তু এই গল্পে ধোঁয়াশা রয়েছে পরমব্রত চরিত্র নিয়ে। তিনিই ডাঃ বক্সী। রহস্যে মোড়া এই গল্প ঠিক কোন পথে এগোবে সেই উত্তর দেবে সময়। পরমব্রত সংলাপ, রহস্যময় হাসি সবই যেন আকর্ষণ তৈরি করেছে ট্রেলারের পরতে পরতে।                                                                 


এসএমভি স্টুডিওজের প্রযোজনায় ও রোল ক্যামেরা অ্যাকশনের সহ প্রযোজনায় আগামী বছর ২০ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। নতুন ধরনের রহস্য নিয়ে বড়পর্দায় হাজির হচ্ছেন ডাঃ বক্সী। পরিচালক সপ্তাশ্ব বসুর আগের ছবি 'প্রতিদ্বন্দ্বী' তে ডাঃ বক্সীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। যেখানে দেখা গিয়েছিল নানা ধরণের মেডিকেল দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তিনি। সেই ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়ের পাশাপাশি অভিনয় করেছিলেন সায়নী ঘোষ, সৌরভ দাসের মত দাপুটে অভিনেতারা। 'প্রতিদ্বন্দ্বী'তে দেখা যায় ডাঃ বক্সীর জন্য প্রাণ বাঁচে অনেক সাধারণ মানুষের। ডাঃ বক্সীর উদ্দেশ্য মহৎ হলেও তাঁর কাজ করার পদ্ধতি ছিল অনৈতিক। ফলে এখান থেকেই দানা বাঁধে প্রশ্ন,  যখন একজন মানুষ বৃহত্তর স্বার্থের জন্য কিছু মহৎ কাজ করে তখন তাঁর কাজের পদ্ধতির সঙ্গে কি নৈতিকতা ও অনৈতিকতার প্রশ্ন জড়িয়ে রাখা উচিত? 


আরও পড়ুন: Chanchal Chowdhury: গুরুতর অসুস্থ বাবা, হাসপাতাল থেকেই ভার্চুয়ালি 'হাওয়া'-র প্রচার চঞ্চলের


এই প্রশ্নের উত্তর খুঁজতেই আবারও পর্দায় ডাঃ বক্সীকে ফেরাচ্ছেন পরিচালক সপ্তাশ্ব বসু। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন অরিন্দম। তবে আগের বারের মত এই ছবিতে দেখা যাবে না অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে। তাঁর জায়গায় অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। ট্র্যাভেল ব্লগার মৃণালিনী সেনের চরিত্রে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। টুইস্ট আছে বনি সেনগুপ্তর চরিত্রে। তাঁকে প্রথমে দেখা যাবে ব্যাঙ্কারের চরিত্রে যে পরবর্তী সময়ে অপরাধীতে পরিণত হয়। বনির চরিত্রের নাম আদিত্য মুখোপাধ্যায়।