কলকাতা: 'লক্ষ্মী এল ঘরে'। অভিনেত্রী দৃষ্টি ধামি আর তাঁর স্বামী নীরজ খেমকার কোল আলো করে এল কন্যাসন্তান। ৯ বছরের সম্পর্কের মাথায় কন্যাসন্তান এল তাঁদের ঘরে। কয়েকমাস আগেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা সোশ্যাল মিডিয়াতেই জানিয়েছিলেন দৃষ্টি। সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় তিনি। তাঁর অন্তঃসত্ত্বা থাকাকালীন একাধিক মজার ভিডিও তিনি শেয়ার করে নিতেন সোশ্যাল মিডিয়ায়। অবশেষে সোশ্যাল মিডিয়াতেই তাঁরা জানিয়েছেন, বাবা-মা হয়েছেন দৃষ্টি ও নীরজ।
সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও শেয়ার করে নিয়েছেন দৃষ্টি। সেখানে বসে রয়েছে একটি বাচ্চা হাতি, তার মাথায় একটি গোলাপি বো বাঁধা। এই ছবিটার নিচে লেখা রয়েছে, 'স্বর্গ থেকে সোজাসুজি.. আমাদের হৃদয়ে। একটা নতুন জীবন.. একটা নতুন শুরু। ও এখানে... মা-বাবা হলেন দৃষ্টি আর নীরজ।' সোশ্যাল মিডিয়ায় এই খবরে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। অনেকেই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন নতুন জীবন শুরু করার জন্য। মা হওয়ার জন্য নিজেকে যেন অনেকদিন ধরেই প্রস্তুত করছিলেন দৃষ্টি। আর অবশেষে তাঁদের জীবনে শুরু হল নতুন অধ্যায়।
'দিল মিল গ্যায়ে', 'গীত-হুই সবসে পেয়ারি', 'মধুবালা-এক ইশক এক জুনুন', 'এক থা রাজা, এক থি রানি'-র মতো জনপ্রিয় ধারাবাহিকের মুখ্যভূমিকায় অভিনয় করেছেন দৃষ্টি ধামি। ২০১৩ সালে, একটি রিয়্যালিটি ডান্স শো-তে দৃষ্টি অংশগ্রহণ করেন ও জয়লাভ করেছিলেন। ২০০৭ সালে 'দিল মিল গ্যায়ে'-র হাত ধরে প্রথম টেলিভিশনে পা রেখেছিলেন দৃষ্টি। তাঁকে শেষবার দেখা গিয়েছিল গুলশন দেবাইয়া-র বিপরীতে, Duranga-তে। 'দিল মিল গ্যায়ে'-র পরে 'গীত-হুই সবসে পেয়ারি' ধারাবাহিকের গুরমিত চৌধুরীর বিপরীতে তিনি অভিনয় করেছিলেন। সালটা ছিল ২০১০। 'মধুবালা-এক ইশক এক জুনুন' ধারাবাহিকে তিনি অভিনয় করেন Vivian Dsena-র বিপরীতে। 'দ্য এম্পায়ার' ওয়েব সিরিজেও দেখা গিয়েছিল দৃষ্টি ধামিকে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।