কলকাতা: কোলে কন্যাসন্তান আসার খবর দিয়েছিলেন আগেই। আর এবার কন্যাসন্তানের নাম প্রকাশ্যে আনলেন অভিনেত্রী দৃষ্টি ধামি (Drishti Dhami) ও স্বামী নীরজ খেমকা। সোশ্যাল মিডিয়ায় আজ একরত্তি মেয়ের পায়ের ছবি শেয়ার করে নিয়েছেন দৃষ্টি। সেই দুটি পা হাত দিয়ে আগলে রয়েছেন বাবা ও মা। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে দৃষ্টি লিখেছেন, 'সবাই হ্য়ালো বলুন, লীলাকে'। অর্থাৎ দৃষ্টি ও নীরজ মিলে মেয়ের নাম রেখেছেন লীলা। একরত্তি লীলার বয়স এখনও এক মাসও হয়নি।


বর্তমানে সোশ্যাল মিডিয়ার চলতি রীতি মেনেই মেয়ের মুখের কোনও ছবি প্রকাশ্য়ে আনেনি দৃষ্টি। অনুষ্কা শর্মা (Anushka Sharma), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-এর মতোই মেয়েকে বর্তমানে আড়ালেই রাখতে পছন্দ করছেন দৃষ্টি। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় দৃষ্টি। তাঁর মা হওয়ার আগের বিভিন্ন মুহূর্তের ছবি তিনি শেয়ার করে নিতেন সোশ্যাল মিডিয়ায়। সেই সময়ে তিনি কীভাবে সময় কাটাচ্ছেন, কী কী সমস্যার মধ্যে পড়ছেন বা কী কী উপভোগ করছেন সেই সব কথাই শেয়ার করে নিতেন দৃষ্টি। তবে মেয়ে আসার পরে সোশ্যাল মিডিয়ায় কেবল একটি ক্রিয়েটিভ পোস্টের মাধ্যমেই মেয়ের আগমণবার্তা জানিয়েছিলেন দৃষ্টি। কিন্তু মেয়ের কোনও ছবি পোস্ট করেননি । 


'দিল মিল গ্যায়ে', 'গীত-হুই সবসে পেয়ারি', 'মধুবালা-এক ইশক এক জুনুন', 'এক থা রাজা, এক থি রানি'-র মতো জনপ্রিয় ধারাবাহিকের মুখ্যভূমিকায় অভিনয় করেছেন দৃষ্টি ধামি। ২০১৩ সালে, একটি রিয়্যালিটি ডান্স শো-তে দৃষ্টি অংশগ্রহণ করেন ও জয়লাভ করেছিলেন। ২০০৭ সালে 'দিল মিল গ্যায়ে'-র হাত ধরে প্রথম টেলিভিশনে পা রেখেছিলেন দৃষ্টি। তাঁকে শেষবার দেখা গিয়েছিল গুলশন দেবাইয়া-র বিপরীতে, Duranga-তে।  'দিল মিল গ্যায়ে'-র পরে 'গীত-হুই সবসে পেয়ারি' ধারাবাহিকের গুরমিত চৌধুরীর বিপরীতে তিনি অভিনয় করেছিলেন। সালটা ছিল ২০১০। 'মধুবালা-এক ইশক এক জুনুন' ধারাবাহিকে তিনি অভিনয় করেন Vivian Dsena-র বিপরীতে। 'দ্য এম্পায়ার' ওয়েব সিরিজেও দেখা গিয়েছিল দৃষ্টি ধামিকে।   


 






 


আরও পড়ুন: Rachana Banerjee: বড় হয়েছেন ছোট্ট ফ্ল্যাটে, 'বাবা-মাকে বাড়ি কিনে দিয়ে মনে হয়েছিল কষ্ট সার্থক', চোখে জল নিয়ে বললেন রচনা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।