নয়াদিল্লি: রাবণ সেজে বিনা হেলমেটে ইন্ডিয়া গেটের কাছে বাইক চালানোর জন্য অভিনেতা মুকেশ ঋষিকে জরিমানা করল দিল্লি পুলিশ।
রাজধানী দিল্লির লালকেল্লায় আয়োজিত জনপ্রিয় রামলীলায় রাবণের অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেতা। খবরে প্রকাশ, গতকাল মহড়ার পর রাবণের পোশাক পরেই মুকেশ একটি হার্লে ডেভিডসন বাইক নিয়ে বেরিয়ে পড়েন রাজধানীর রাজপথে।
কোনও এক ব্যক্তি তাঁর ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলে তা ভাইরাল হয়ে যায়। এরপরই বিষয়টি নজরে আসে দিল্লি ট্রাফিক পুলিশের। হেলমেটবিহীন অবস্থায় বাইক চালানোর জন্য মুকেশকে নোটিস পাঠানো হয়।
দিল্লি পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, শুক্রবারই দিল্লি ট্রাফিক পুলিশের সদরে পৌঁছে জরিমানা দেন মুকেশ।