মুম্বই: মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে কার্যত ঝড় চালাচ্ছেন অজয় দেবগনের (Ajay Devgn) ছবি 'দৃশ্যম ২' (Drishyam 2)। প্রথম ছবির ব্যাপক সাফল্যের পর সিক্য়ুয়েলকে ঘিরেও প্রত্যাশা ছিল দর্শকদের। আর সেই প্রত্যাশারই প্রভাব পড়েছে বক্স অফিস কালেকশনে। মুক্তি পাওয়ার পর দ্বিতীয় সপ্তাহের শেষের আগেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে যাবে এই ছবি। ১০০ কোটি টাকা বক্স অফিস কালেকশন হতে আর বাকি কত?
'দৃশ্যম ২' বক্স অফিস কালেকশন-
এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'দৃশ্যম ২' ছবির বক্স অফিস কালেকশন জানিয়েছেন। তাঁর পোস্ট থেকেই জানা যাচ্ছে, 'শুক্রবার অর্থাত, মুক্তির দিন এই ছবি ব্যবসা শুরু করে ১৫.৩৮ কোটি টাকা দিয়ে। শনিবার ব্যবসা করে ২১.৫৯ কোটি টাকার। রবিবার ২১.১৭ কোটি টাকার। সোমবার ১১.৮৭ কোটি টাকার। মঙ্গলবার ১০.৪৮ কোটি টাকার। আর বুধবার এই ছবি ব্যবসা করেছে ৯.৫৫ কোটি টাকার। এখনও পর্যন্ত এই ছবি ব্যবসা করেছে ৯৬.০৪ কোটি টাকার।' তরণ আদর্শের পোস্ট থেকেই জানা যাচ্ছে, এই ছবি একশো কোটি টাকার ব্যবসা করতে বাকি আর মাত্র সামান্যই।
আরও পড়ুন - Kamal Haasan Health: হাসপাতালে ভর্তি কমল হাসান, এখন কেমন আছেন তিনি?
[tw]
[/tw]