নয়াদিল্লি: ১৮ নভেম্বর, ২০২২, প্রেক্ষাগৃহে মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি 'দৃশ্যম ২' (Drishyam 2)। সাত বছরের অপেক্ষার অবসান। দর্শকের কাছে দ্বিতীয় ভাগ নিয়ে ফিরলেন অজয় দেবগণ (Ajay Devgn)। কেমন ব্যবসা করল প্রথম দিনে (Box Office Collection Day 1) এই ছবি? বলিউডের খরা কি কাটল?


'দৃশ্যম ২'-এর প্রথম দিনের বক্স অফিস কালেকশন


অভিষেক পাঠক পরিচালিত অজয় দেবগণ-তব্বু অভিনীত এই ছবি বক্স অফিসে বেশ ভালই শুরু করল পথচলা। প্রথম দিনে বেশ ভাল রিভিউও পেয়েছে ছবিটি। এবারের ছবিতে শ্রিয়া সরণ, ঈশিতা দত্তের সঙ্গে অক্ষয় খন্নাও যোগ দিয়েছেন।


ব্যবসার কথায় এলে, প্রথম দিনে, 'দৃশ্যম ২' বক্স অফিসে ১৫.৩৮ কোটি টাকার ব্যবসা দিয়ে পথচলা শুরু করল। ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ বলেন, 'দৃশ্যম ২ ইন্ডাস্ট্রিকে পুনরুজ্জীবিত করেছে যা একের পর এক অসাফল্যের মধ্যে দিয়ে যাচ্ছিল। প্রথম দিনেই দুর্দান্ত শুরু। ২০২২ সালের দ্বিতীয় সর্বোচ্চ শুরু। সপ্তাহান্তে ব্যবসা ৫০ কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করা যায়। শুক্রবার ১৫.৩৮ কোটি টাকার ব্যবসা করেছে।'


২০২২ সালে বলিউড বিশেষ ভাল সময়ের মধ্যে যায়নি। বছরের শুরুর দিকের কিছু ছবি দুর্দান্ত হিট হলেও, তারপর থেকে যেন লক্ষ্মী মুখ ফিরিয়েছিলেন। একের পর এক অসফল ছবি পেতে পেতে বিধ্বস্ত বলিউডের খরা বছর শেষে 'দৃশ্যম ২'-এর হাত ধরেই কাটবে বলে মনে করা হচ্ছে। অন্তত ছবির প্রথম দিনের ব্যবসা তো তাই বলছে। অবশ্যই এই ধারা বজায় রাখতে হবে ছবিটিকে। 


 






আরও পড়ুন: Kantara OTT Release: বক্স অফিসে সাফল্য অব্যাহত! এবার ওটিটি কাঁপাতে আসছে 'কান্তারা'


'দৃশ্যম ২' অভিষেক পাঠক পরিচালনা করেছেন। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত মালয়লম ছবির রিমেক এটি। এছাড়া ২০১৫ সালে মুক্তি পাওয়া 'দৃশ্যম'-এর সিক্যোয়েলও বটে। এই ছবিতে ফের বিজয় সালগাঁওকরের চরিত্রে ফিরেছেন অজয় দেবগণ। সঙ্গে তব্বু ও অক্ষয় খন্নার জোড়া ফলা।