নয়াদিল্লি: মুক্তির পর থেকেই বক্স অফিসে (box office) ঝড় তুলেছে ঋষভ শেট্টির (Rishab Shetty) 'কান্তারা' (Kantara)। ঋষভই এই ছবির পরিচালক ও মুখ্য অভিনেতা। কন্নড় ছবি হলেও এর হিন্দি সংস্করণও অবিশ্বাস্য রকমের ভাল ব্যবসা করেছে। এবার অনুরাগী ও দর্শকদের জন্য সুখবর। প্রেক্ষাগৃহ দাপিয়ে আসার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি (OTT Release) পেতে চলেছে 'কান্তারা'। বহুদিন ধরেই এই খবরের জন্য অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। কবে কোথায় দেখা যাবে 'কান্তারা'?


ওটিটিতে আসছে 'কান্তারা', কবে ও কোথায়?


সূত্রের খবর, 'কান্তারা' মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওয়ে। চলতি মাস অর্থাৎ নভেম্বরের ২৪ তারিখ থেকে শুরু হবে অনলাইন স্ট্রিমিং। বক্স অফিসে এই ছবি ইতিমধ্যেই ৪০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। সর্বোচ্চ ব্যবসা করা কন্নড় ছবির তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে এই ছবি। প্রথম স্থানে রয়েছে 'কেজিএফ: চ্যাপ্টার ২'। 'কান্তারা'র হিন্দি সংস্করণ ছাপিয়ে গিয়েছে অল্লু অর্জুনের 'পুষ্পা: দ্য রাইজ'-এর হিন্দির ব্যবসাও। 


প্রসঙ্গত, এই ছবি তৈরি হয়েছে বেশ কম বাজেটেই। অভিনয়ে রয়েছেন সপ্তমী গৌডাও। ছবিতে কাম্বালা চ্যাম্পিয়ন হিসাবে শেট্টির দেখা মেলে, যে একজন ন্যায়পরায়ণ ডিআরএফও অফিসার মুরলির সঙ্গে সম্মুখ সমরে নামেন। ফ্যান্টাসি থ্রিলার ঘরানার এই ছবিতে খুব নিখুঁতভাবে দক্ষিণ ভারতীয় সংস্কৃতি, লোককথা ও অলৌকিক শক্তির আভাস মিলবে।


অরবিন্দ এস কাশ্যপ এই ছবির সিনেম্যাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন। অন্যদিকে দুর্দান্ত সঙ্গীতের দায়িত্ব নিয়েছিলেন বি অজনীশ লোকনাথ। অ্যাকশন সিনের কোরিওগ্রাফি করেছেন বিক্রম মোর।


 






চলতি বছরের ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় 'কান্তারা'। গোটা পৃথিবীজুড়ে এই ছবি পরিচালনা, লেখা, প্রোডাকশন ডিজাইন, সিনেম্যাটোগ্রাফি, অ্যাকশনের জন্য বহুল প্রশংসিত হয়েছে। শুধু দর্শক বা সমালোচকরাই নন, ইন্ডাস্ট্রির একাধিক তারকা এই ছবির ভূয়সী প্রশংসা করেছেন। 'থালাইভা' রজনীকান্ত প্রশংসা করে বলেন, 'কান্তারা'র মতো ছবি ৫০ বছরে একটা হয়। 


আরও পড়ুন: Adipurush: সমালোচনার মুখে 'রাবণ'-এর দাড়ি ছাঁটার সিদ্ধান্ত? আবার কাজ শুরু 'আদিপুরুষ'-এর ভিএফএক্সে