নয়াদিল্লি: সুখবর 'দৃশ্যম' (Drishyam) অনুরাগীদের জন্য। ভারতে ও চিনে এই ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তা সকলেরই জানা, এবার বিশ্বজুড়ে সেই খ্যাতির বিস্তার হতে চলেছে। প্রযোজক কুমার মঙ্গত পাঠক ( Kumar Mangat Pathak) ও অভিষেক পাঠকের (Abhishek Pathak) পরিকল্পনা এবার কোরিয়ান রিমেক তৈরির। ২০২৪ সালের 'কান চলচ্চিত্র উৎসব'-এ মিলতে পারে নয়া চমক। 'গাল্ফস্ট্রিম পিকচার্স' (Gulfstream Pictures) ও 'জেওএটি ফিল্মস'-এর (JOAT Films) সঙ্গে হাত মিলিয়ে 'প্যানোরমা স্টুডিওজ' (Panorama Studios) 'দৃশ্যম'-এর হলিউড ভার্সন তৈরির চেষ্টায়, ভারতীয় সিনেমার ক্ষেত্রে যা বড়সড় জয় এনে দেবে। 


কোন কোন ভাষায় 'দৃশ্যম' তৈরি হবে?


ছবির আসল প্রযোজক 'আশীর্বাদ সিনেমাস'-এর থেকে 'প্যানোরমা স্টুডিওজ' বিখ্যাত 'দৃশ্যম' ১ ও ২, দুটি ছবিরই আন্তর্জাতিক রিমেক সত্ত্ব লাভ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও কোরিয়ায় এই ছবির নয়া সংস্করণ তৈরির কাজ শুরু হয়েছে, এবং সেই সঙ্গে স্প্যানিশ ভাষার কথাও ভাবা হয়েছে তবে এখনও নিশ্চিত করা হয়নি। 


কুমার মঙ্গত পাঠক স্বভাবতই খুবই উত্তেজিত এই পরিকল্পনার আগে, এবং তাঁদের লক্ষ্য আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে ১০টি দেশে 'দৃশ্যম' তৈরি করা। তাঁর কথায়, 'দৃশ্যমের সুচারু গল্পের একটি সর্বজনীন আবেদন রয়েছে এবং আমরা এই গল্পটি বিশ্বব্যাপী দর্শকদের সঙ্গে উদযাপন করতে আগ্রহী। হলিউডের জন্য ইংরেজিতে এই গল্পটি তৈরি করতে গাল্ফস্ট্রিম পিকচার্স এবং JOAT ফিল্মস-এর সঙ্গে সহযোগিতা করতে পেরে আমরা খুবই আনন্দিত। কোরিয়া এবং হলিউডের পরে, আমাদের লক্ষ্য আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে ১০টি দেশে এই ছবি তৈরি করা।' অভিষেক পাঠক, 'দৃশ্যম ২'-এর পরিচালক তাঁর ছবির জন্য দেশের দর্শকের থেকে ভূয়সী প্রশংসা ও ভালবাসা লাভ করে আপ্লুত। তিনিও বিশ্বের দর্শকের কাছে এই গল্প পৌঁছবে ভেবে আনন্দিত। 


অভিষেক পাঠকের কথায়, 'আমাদের ভারতীয় দর্শকদের কাছ থেকে আমরা প্রচুর ভালবাসা পেয়েছি, যাঁরা 'দৃশ্যম' ফ্র্যাঞ্চাইজিকে ব্যাপক সাফল্য এনে দিয়েছে। 'দৃশ্যম'-এর শক্তি রয়েছে ছবির গল্পে এবং আমরা চাই তা বিশ্বব্যাপী দর্শক উপভোগ করুন। আমরা গাল্ফস্ট্রিম পিকচার্স এবং JOAT ফিল্মসের সঙ্গে এই সহযোগিতা করতে পেরে খুবই আনন্দিত, যারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য আন্তর্জাতিক হলিউড বাজারের জন্য এই ফ্র্যাঞ্চাইজটিকে ইংরেজিতে এগিয়ে নিয়ে যাবে।'


আরও পড়ুন: Bipasha Basu: নিয়ম করে শরীরচর্চা করতে পারছেন না, কোন সমস্যায় পড়েছেন বিপাশা?


কোরিয়ান ও ইংরেজি সংস্করণ তৈরির কাজ চলছে এখন তবে এর আগে, মালয়লম ছবির রিমেক হিন্দি, কন্নড়, তেলুগু, তামিল, সিংহলী এবং চীনা সহ বিভিন্ন ভাষায় সফলভাবে তৈরি করা হয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।