মুম্বই: দুলকর সলমান (Dulquer Salmaan), রশ্মিকা মান্দান্না (Rashmika Mandanna) ও ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur) অভিনীত রোম্যান্টিক ড্রামা (Romantic Drama) ঘরানার ছবি 'সীতা রামাম'-এর (Sita Ramam) মুকুটে জুড়ল নতুন পালক। মর্যাদাপূর্ণ 'দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড'-এর (Dadasaheb Phalke Award for Best Film Jury) জুরির বিচারে 'সেরা ছবি' ঘোষিত হল 'সীতা রামাম'কে সোমবার। 


জুরির বিচারে সেরা ছবি 'সীতা রামাম'


সোমবার ছবির প্রযোজনা সংস্থা 'বৈজয়ন্তী মুভিজ'-এর তরফ থেকে এই সুখবর ভাগ করে নেওয়া হয়। তাঁদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে একটি পোস্ট করে লেখা হয়, '১৩তম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালের (13th Dada Saheb Phalke Film Festival) জুরি সদস্যদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের কাজ 'সীতা রামাম'কে সেরা ছবি হিসেবে নির্বাচিত করার জন্য। এই স্বীকৃতি পেয়ে আমরা অভিভূত।'


 






হনু রাঘবপুড়ি পরিচালিত 'সীতা রামাম' ছবিতে ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন দুলকর সলমান, রশ্মিকা মান্দান্না ও ম্রুণাল ঠাকুর। ২০২২ সালের ৫ অগাস্ট মুক্তি পায় এই ছবি, তেলুগু, তামিল, মালয়লম ভাষায়। এই ছবির হিন্দি সংস্করণ মুক্তি পায় ওই বছরেরই ২ সেপ্টেম্বর। 


এই সম্মানের কথা নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন 'চুপ' অভিনেতা নিজেও। ইনস্টাগ্রাম স্টোরিতে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। নির্মাতারা এই খবর ঘোষণা করার পর থেকেই অনুরাগীদের শুভেচ্ছার বন্যা। এক অনুরাগী লেখেন, 'ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা রোম্যান্টিক ড্রামা ছবি এটি'। অপর একজন লেখেন, 'শুভেচ্ছা। প্রাপ্য।'




'পিরিয়ড লাভ স্টোরি' ঘরানার এই ছবি মুক্তি পাওয়ার পর দর্শকদের থেকে বিপুল প্রশংসিত হয়। ইতিবাচক প্রতিক্রিয়া মেলে সকলের থেকে। ১৯৬০-এর প্রেক্ষাপটে তৈরি এই ছবি লেফটেন্যান্ট রামের গল্প বলে, যে চরিত্রে দুলকর অভিনয় করেন। রাম তাঁর প্রেম, সীতা মহালক্ষ্মীকে খোঁজার সফরে বের হয়, তাঁকে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য। সীতার চরিত্রে দেখা যায় ম্রুণাল ঠাকুরকে। সীতার থেকে একের পর এক প্রেমপত্র পেতে পেতে রামের মনে প্রেমের সঞ্চার হয়। এই ছবিতে বিশেষ এক চরিত্রে দেখা যায় রশ্মিকাকে। 


আরও পড়ুন: Mobile Phone: বিছানায় ফোন রেখে ঘুম মৃত্যু ডেকে আনার সমান! আশঙ্কা প্রকাশ গবেষকদের


প্রসঙ্গত, দুলকল সলমানকে এরপর দেখা যাবে অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি 'কিং অফ কোঠা'য়। গত বছর নির্মাতারা ছবিতে দুলকরের প্রথম লুক প্রকাশ্যে আনেন। অভিলাষ যোশী পরিচালিত এই ছবি হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম ভাষায় মুক্তি পাবে।