কলকাতা: ২০২৩-শে তৃতীয়বার বড়পর্দায় ফিরলেন শাহরুখ খান। গত বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে 'ডাঙ্কি'। প্রথম সপ্তাহান্তে গ্লোবাল বক্স অফিসে ১৫৭.২২ কোটি টাকা আয় করেছে এই ছবি। সূত্রের খবর অনুযায়ী ছবি মুক্তির অষ্টম দিনে ভারতে ৯ কোটির ব্য়বসা করল শাহরুখের এই ছবি। সপ্তাহ শেষে এই ছবি আরও আয় করবে বলে আশা অনুরাগীদের।


মুক্তির প্রথমদিনই ৩০ কোটির ব্য়বসা করে এই ছবি। প্রথম থেকেই প্রভাসের 'সালার' ছবির সঙ্গে এই ছবির তুলনা করা হচ্ছিল। উল্লেখ্য়, ইতিমধ্য়েই বিশ্বব্য়াপী ৫০০ কোটি ব্য়বসা করে ফেলেছে এই ছবি। আর সেখানে দাঁড়িয়ে 'ডাঙ্কি'র বিশ্বব্য়াপী আয় কিছুটা পিছিয়ে। এখনও পর্যন্ত এই ছবি ব্য়বসা করেছে ৩০৫ কোটি টাকা। 


শাহরুখ খানের মত সুপারস্টারের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন তাপসী পন্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, বিক্রম কোচার, অনিল গ্রোভারের মত অভিনেতারা। দর্শকের থেকে রাজকুমার হিরানি পরিচালিত এই ছবি যদিও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। বক্স অফিসে এই ছবি একক হিসেবে দেখলে ভালই ব্যবসা করছে, কিন্তু চলতি বছরে মুক্তিপ্রাপ্ত বাদশাহর অপর দুই ছবি 'পাঠান' ও 'জওয়ান'-এক তুলনায় খুব একটা দারুণ ব্যবসা করতে পারছে না। আগের দুই ছবিই বিশ্ববাজারে ১০০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছিল। 


আরও পড়ুন...


বিপুল বাজেট, নামী তারকা, তারপরও বক্সঅফিসে 'সুপার ফ্লপ' কোন ছবিগুলি?


'ডাঙ্কি' ছবির পরিচালনায় রাজু হিরানি মূলত 'ডাঙ্কি ফ্লাইট' বা 'ডাঙ্কি রুট' ধরে বেআইনি অভিবাসনের গল্পকে তুলে ধরেছেন। ছবিটি রাজু হিরানির 'মাস্টারপিস' না হলেও আবেগঘন সফরে নিয়ে যাবে দর্শককে।


উল্লেখ্য়, মুম্বইয়ের 'মারাঠা মন্দির' (Maratha Mandir) থিয়েটার থেকে সরানো হয়েছিল কিং খানের সিনেমা। শাহরুখ খান ও মারাঠা মন্দিরের সুসম্পর্ক সেই নব্বইয়ের দশক থেকে। এই সিনেমাহল কর্তৃপক্ষ কখনওই শাহরুখ খানের সিনেমার স্ক্রিনিং করবে না, তা ভাবতেই পারেনি অনেকে। কিন্তু 'ডাঙ্কি'র ক্ষেত্রে এমনই অভাবনীয় কাণ্ড ঘটেছিল। শাহরুখ খান অভিনীত রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি'র শো সরানো হয়েছিল আইকনিক মারাঠা মন্দির থেকে। তার বদলে নতুন শো পেয়েছিল প্রভাসের 'সালার'।


মোট কতটাকার ব্য়বসা করবে এই ছবি তা এখন সময়ের অপেক্ষা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।