কলকাতা : সপ্তাহখানেক। তার পরেই মুক্তি পেতে চলেছে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত রাজকুমার হিরানির ছবি 'ডাঙ্কি' (Dunki)। তার আগে ছবির প্রচারের প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে এই ছবির বেশ কিছু গান। আর সেইসব গানের সুরে মজেছে গোটা দেশবাসী। সমাজমাধ্যম জুড়ে সকলেই ডাঙ্কির মুক্তির অপেক্ষায়, গান-ছবির ট্রেলারের মুহূর্মুহূ প্রশংসায় ভরে যাচ্ছে নেট দুনিয়া। এরই মধ্যে ছবির গান 'লুট পুট গ্যয়া'য় (Lutt Putt Gaya) নেচে অনুরাগীদের মাতিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ক্রিকেটার ক্রিস গেইল (Chris Gayle)। ব্যাট হাতে ছক্কা নয়, এবার নাচের তালে নেটপাড়ায় ছক্কা হাঁকালেন তিনি। শাহরুখ বললেন, গেইল বিশ্বের রাজা।


'ডাঙ্কি' ছবির ড্রপ ২-এ ছিল এই বিখ্যাত গানটি 'ম্যায় তো লুট পুট গ্যয়া'। আর গানটি মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এই গানের সঙ্গে নাচতে দেখা গেল ক্রিকেটার ক্রিস গেইলকে (Chris Gayle)। কিছুদিন আগেই এমনই একটি ভিডিও শেয়ার করেছে শাহরুখের ফ্যান ক্লাব। আর সেই ভিডিওটিকেই রি-ট্যুইট করে শাহরুখ লিখেছেন, 'এই তো বিশ্বের রাজা এবার ছক্কা মেরে বল একেবারে পার্কের বাইরে পাঠিয়েছেন। এমনই তার ক্ষমতা। এটাই তিনি পারেন! ধন্যবাদ ক্রিস গেইল। আমরা খুব শীঘ্রই দেখা করব এবং দুজনে মিলে একসঙ্গে লুট পুট গ্যয়ার তালে পা মেলাব।'



গানটি গেয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh) এবং গানের সুরকার প্রীতম। গানের দৃশ্যায়নে দেখা যায় শাহরুখ ছবিতে তাপসী পান্নুর প্রেমে পড়েছেন। এই অবসরে এক্স হ্যান্ডলে শাহরুখকে তার এক অনুরাগী প্রশ্ন করেন যে এই গানের শ্যুটিংয়ের সময় কীভাবে তিনি এতটা শিশুসুলভ এনার্জি ধরে রাখতে পেরেছিলেন? শাহরুখ খুব সরল একটি উত্তর দিয়েছিলেন এই প্রশ্নের। তিনি জবাবে লেখেন, 'আমার বাড়িতে একটি ছোট শিশু রয়েছে, আর তাই তার নিষ্পাপ সরল প্রাণোচ্ছ্বল শক্তি আমি আমার গানের মধ্যেও ধরে রাখতে পারি।' বলাই বাহুল্য শিশু বলতে এখানে শাহরুখ তার পুত্র অ্যাব্রামসকেই বুঝিয়েছেন।  


এর আগে এক্স হ্যান্ডলে শাহরুখ খান (Shah Rukh Khan) ফ্যান ক্লাবের তরফে একটি বিশাল বড় শহরের তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে ফ্যান ক্লাবের সদস্যরা শাহরুখ অভিনীত ছবি 'ডাঙ্কি'র শো দেখাতে চাইছেন। ২৪০টিরও বেশি শহরে এই শো আয়োজন করতে চলেছে শাহরুখ ফ্যান ক্লাব। এটা বলা চলে 'ফ্যান-ড্রিভেন শো'। এমনকি বিদেশের মাটিতে ৫০টিরও বেশি জায়গায় সপ্তাহান্তে ৭৫০টি শো আয়োজন করতে চলেছে এই ফ্যান ক্লাব।


আরও পড়ুন: ২৪০টি শহরে 'ডাঙ্কি' দেখাবে শাহরুখ-ভক্তরা, 'ডাঙ্কি' জ্বর বিদেশের মাটিতেও