মুম্বই: ২১ ডিসেম্বর বৃহস্পতিবার মুক্তি পেয়েছে রাজকুমার হিরানি পরিচালিত, শাহরুখ খান অভিনীত ছবি 'ডাঙ্কি'। এই বছর এ নিয়ে শাহরুখের তৃতীয় ছবি মুক্তি পেল। গত চার বছর ছবির দুনিয়ায় খরা কাটিয়ে দুরন্ত কামব্যাকেই ঝড় তুলেছেন কিং খান। 'পাঠান', 'জওয়ান'-এর পর এবার 'ডাঙ্কি' জ্বরে মাতবে গোটা দেশ। বছরের শুরুতেও ছবি উপহার দিয়েছিলেন তিনি, এবার বছরের শেষেও তাঁরই ছবি। কিং খানের অভিনয় দেখে বহু অনুরাগীই আপ্লুত, ছবি নিয়ে আলোচনা, সমালোচনার মাঝে হতাশার কথাই কি ব্যক্ত করলেন গায়ক শান?
এদিন সকালে নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে শান জানান যে তাঁর আর শ্রেয়া ঘোষালের গাওয়া একটি অসাধারণ সুন্দর গান শাহরুখের ডাঙ্কি ছবির জন্য শ্যুট করা হয়েছিল, কিন্তু ছবি সম্পাদনার সময়ে সেটি বাদ দেওয়া হয়েছে। 'ডাঙ্কি' ছবিতে মোট তিনটি গান রয়েছে। একটি অরিজিৎ সিংয়ের গাওয়া 'লুট পুট গ্যয়া', 'ও মাহি' এবং 'ম্যায় তেরা রাস্তা'। এছাড়াও 'দূর কহি দূর' নামে আরেকটি গান থাকার কথা ছিল এই ছবিতে। কিন্তু এই গানটিই শেষ মুহূর্তে বাদ পড়ে।
গান উধাও হওয়া নিয়ে এদিন সমাজমাধ্যমে বাঙালি গায়ক লেখেন, 'সুপ্রভাত। আজ তো ডাঙ্কি ডে। আমি খুবই উৎসাহিত। ছবি দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছি আমি। তবে সবাইকে আমি জানিয়ে দিতে চাই, এই ছবির জন্য আমি শ্রেয়া ঘোষালের সঙ্গে একটা ভীষণ সুন্দর গান রেকর্ড করেছিলাম, ‘দূর কহি দূর’। কাশ্মীরে ওই গানের শ্যুটিংও হয়েছিল। তবে ছবির সম্পাদনার সময় রাজু হিরানি সিদ্ধান্ত নেন গানটা ছবি থেকে বাদ দেওয়ার। তবে তিনি আমাকে সবটাই জানিয়েছিলেন। আমি জানি, ছবিটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে আমার আশা, অন্য কোনও ছবিতে ওই গানটা আপনারা শুনতে পারবেন।'
এই ছবির গল্প লিখেছেন অভিজিৎ যোশী, রাজকুমার হিরানি, কণিকা ঢিলোঁ। চার বন্ধুর এক আবেগঘন বন্ধুত্বের গল্প বলবে এই ছবি। প্রত্যেক ভিডিও বা ছবিতে যাঁদের 'উল্লু দা পটঠা' বলে অভিহিত করা হয়েছে, চরিত্রদের নাম, মনু, সুখী, বগ্গু ও বল্লি। লন্ডন যাওয়ার স্বপ্ন পূরণের তাগিদ ও সেই সফরে শত বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার গল্প শোনাবে 'ডাঙ্কি', এমন সফর যা তাদের জীবন বদলে দেবে সম্পূর্ণভাবে।
এই গল্প তৈরির পিছনে অনুপ্রেরণা কোথা থেকে পান পরিচালক? রাজু হিরানি জানান, পঞ্জাবে একাধিক বাড়ির ছাদে তিনি উড়োজাহাজের রেপ্লিকা তৈরি করে রাখতে দেখেছেন। ছবি তৈরির জন্য গবেষণা করতে গিয়ে খোঁজ করে জানতে পারেন, কীভাবে লন্ডন বা কানাডার মতো দেশে উন্নত জীবনযাপনের সন্ধানে থাকা মানুষজন কীভাবে 'ডাঙ্কি রুট', যাকে পাঞ্জাবি ভাষায় 'ডাঙ্কি' বলা হয়, তা ধরে বেআইনিভাবে বিদেশে যাওয়ার চেষ্টা করে, কারণ ভিসার সমস্যা। এই ভাবনা থেকেই তৈরি 'ডাঙ্কি'।
আরও পড়ুন: SRK in Dubai: দুবাইয়ের আকাশে উড়ল ড্রোন, আলোয় ঝলমলে কিং খানের বিশেষ পোজ, জমজমাট 'ডাঙ্কি'র প্রচারপর্ব