নয়াদিল্লি: চলতি বছরে তৃতীয়বার রুপোলি পর্দায় (Silver Screen) ফেরার জন্য একেবারে তৈরি শাহরুখ খান (Shah Rukh Khan)। রাত পোহালেই বিশ্বজুড়ে মুক্তি পাবে কিং খান (King Khan) অভিনীত ও রাজকুমার হিরানি (Rajkumar Hirani) পরিচালিত 'ডাঙ্কি' (Dunki)। মঙ্গলবার ছবির প্রচারে নতুন মাত্রা যোগ করল দুবাই (Dubai)। সোশ্যাল মিডিয়া ভাইরাল হল ভিডিও ও ছবি, দুবাইয়ের আকাশে ড্রোন মারফৎ আলো জ্বালিয়ে তৈরি হল কিং খানের বিখ্যাত দুই হাত ছড়ানো পোজ। এছাড়া বুর্জ খলিফায় (Burj Khalifa) দেখানো হল 'ডাঙ্কি'র ট্রেলার। 


দুবাইয়ে 'ডাঙ্কি'র প্রচারে কিং খান


মঙ্গলবার দুবাইয়ে ঝলমলে প্রচার হল শাহরুখ খানের আগামী ছবি 'ডাঙ্কি'র। উপস্থিত ছিলেন কিং খান। এদিন দুবাইয়ের আকাশে ওড়ে অজস্র ড্রোন, আলোর মালা দিয়ে তৈরি হল কিং খানের দুই বাহু ছড়িয়ে দাঁড়ানো সিগনেচার পোজ এবং সেই সঙ্গে একটি উড়োজাহাজ। আইকনিক বুর্জ খলিফায় প্রদর্শিত হল 'ডাঙ্কি'র ট্রেলার। জ্বলজ্বল করল তাঁর নাম, শাহরুখ খান। এই ড্রোন শো চলাকালীন স্বয়ং পোজ দিলেন কিং খানও। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ও ছবি ভাগ করে নিয়েছে শাহরুখ খানের সবচেয়ে বড় ফ্যানক্লাব 'এসআরকে ইউনিভার্স'। 


২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে 'ডাঙ্কি'


রাজকুমার হিরানির পরিচালনায় এই প্রথমবার বড়পর্দায় দেখা যাবে শাহরুখ খানকে। তাঁর বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী তাপসী পন্নু। সেই সঙ্গে এই ছবিতে রয়েছেন ভিকি কৌশল, বোমন ইরানি, বিক্রম কোছার, অনিল গ্রোভারের মতো তারকা অভিনেতারা। বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, বড়দিনের আবহে মুক্তি পাচ্ছে এই ছবি। 


 






এই ছবির গল্প লিখেছেন অভিজিৎ যোশী, রাজকুমার হিরানি, কণিকা ঢিলোঁ। চার বন্ধুর এক আবেগঘন বন্ধুত্বের গল্প বলবে এই ছবি। প্রত্যেক ভিডিও বা ছবিতে যাঁদের 'উল্লু দা পটঠা' বলে অভিহিত করা হয়েছে, চরিত্রদের নাম, মনু, সুখী, বগ্গু ও বল্লি। লন্ডন যাওয়ার স্বপ্ন পূরণের তাগিদ ও সেই সফরে শত বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার গল্প শোনাবে 'ডাঙ্কি', এমন সফর যা তাদের জীবন বদলে দেবে সম্পূর্ণভাবে। 


 






আরও পড়ুন: Tumpa Autowali: আবিরের জীবনে নতুন চরিত্রের প্রবেশ, মেঘনার কী ভূমিকা 'টুম্পা অটোওয়ালি' ধারাবাহিকে?


এই গল্প তৈরির পিছনে অনুপ্রেরণা কোত্থেকে পান পরিচালক। রাজু হিরানি জানান, পঞ্জাবে একাধিক বাড়ির ছাদে তিনি উড়োজাহাজের রেপ্লিকা তৈরি করে রাখতে দেখেছেন। ছবি তৈরির জন্য গবেষণা করতে গিয়ে খোঁজ করে জানতে পারেন, কীভাবে লন্ডন বা কানাডার মতো দেশে উন্নত জীবনযাপনের সন্ধানে থাকা মানুষজন কীভাবে 'ডাঙ্কি রুট', যাকে পাঞ্জাবি ভাষায় 'ডাঙ্কি' বলা হয়, তা ধরে বেআইনিভাবে বিদেশে যাওয়ার চেষ্টা করে, কারণ ভিসার সমস্যা। এই ভাবনা থেকেই তৈরি 'ডাঙ্কি'। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।