নয়াদিল্লি: বছর প্রায় শেষের মুখে। আর শাহরুখ (Shah Rukh Khan) অনুরাগীদের উত্তেজনাও তুঙ্গে। বছরের শুরুতে তাঁরা পেয়েছিলেন 'পাঠান' (Pathaan)। বছরের মাঝে এল 'জওয়ান' (Jawan)। এবার তাঁরা কোমর বাঁধছেন বছর শেষের 'ডাঙ্কি'র (Dunki) জন্য। গত ২ নভেম্বর, কিং খানের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে প্রকাশ্যে আসে রাজু হিরানির (Rajkumar Hirani) ছবির প্রথম ঝলক। কাদের দেখা যাবে অভিনয়ে, ঝলক মেলে তারও। তারপর থেকেই উত্তেজনা কয়েক গুণ বেড়েছে দর্শকের। আজ প্রকাশ্যে এল 'ডাঙ্কি'র নতুন দুই পোস্টার। মজার ঢঙে সকলের সঙ্গে আলাপ করালেন কিং খান।
প্রকাশ্যে 'ডাঙ্কি'র নতুন পোস্টার
একদিকে রাজকুমার হিরানির পরিচালনায় কিং খানের অভিনয়, অন্যদিকে সঙ্গে তাপসী পন্নু, ভিকি কৌশল, বোমন ইরানি প্রমুখের মতো অভিনেতারা। জমজমাট বছর শেষ কাটবে বোঝাই যাচ্ছে।
এদিন শাহরুখ খান, সোশ্যাল মিডিয়ায় ছবির দুটি নতুন পোস্টার শেয়ার করেন। সেখানে প্রথম ছবিতে হার্ডি রূপে শাহরুখকে দেখা যাচ্ছে সুখী রূপে ভিকি কৌশল, গুড্ডু রূপে বিক্রম কোছার, বল্লি রূপে অনিল গ্রোভার ও মনু রূপে তাপসী পন্নুর সঙ্গে। সেখানে তাঁকে সবুজ কুর্তা, জিন্স ও স্যোয়েটার ওয়েস্ট পরে দেখা যাচ্ছে। হার্ডির প্রেমিকার চরিত্রে অবশ্যই তাপসী পন্নু। পরনে দেখা গেল, জিন্স, ডেনিম জ্যাকেট ও সাদা কুর্তা। ভিকিকে দেখা গেল নেকটাই, শার্ট ও প্যান্টে।
দ্বিতীয় ছবিতে শাহরুখ ও তাপসীকে দেখা যাচ্ছে মরুভূমির মাঝে। বাকিদের সঙ্গে নিরুদ্দেশের পথে তাঁরা হেঁটে চলেছেন বলে মনে হবে। দুজনকেই খুব বিভ্রান্ত ও বিধ্বস্ত দেখাচ্ছে। দুটি পোস্টার শেয়ার করে অভিনেতা লেখেন, 'আমাদের ঠিক তেমনই দেখতে লাগছে যেমন রাজু স্যার তাঁর 'উল্লু কে পটঠো'দের কল্পনা করেছিলেন... এঁদের সম্পর্কে অনেক কিছু শেয়ার করা বাকি আছে...।'
আরও পড়ুন: Matthew Perry: সম্পন্ন হল শেষকৃত্য, উপস্থিত ছিলেন ম্যাথু পেরির ৫ 'ফ্রেন্ডস'
সত্য ঘটনা অবলম্বনে তৈরি 'ডাঙ্কি' ভালবাসা ও বন্ধুত্বের গল্প বলবে যা একেবারে ভিন্ন নেপথ্য কাহিনি সম্পন্ন পাঁচজনকে এক সুতোয় গেঁথে ফেলবে। ২২ ডিসেম্বর, বড়দিনের মেজাজে এই ছবি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 'ডাঙ্কি ড্রপ ১' অর্থাৎ প্রথম টিজার মুক্তি পেয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন