কলকাতা: একটা সময় ছিল যখন বন্ধুদের সঙ্গে পাড়ায় পাড়ায় ঘুরে ক্য়াপ ফাটানোর মধ্য়েই পুজোর অনাবিল আনন্দ খুঁজে পেতেন অভিনেতা মৈনাক বন্দ্য়োপাধ্য়ায়। কিন্তু এখন সময় বদলেছে। বদল এসেছে জীবনেও। কিন্তু আজ ফেলে আসা ছোটবেলাটাকে বড্ড মিস করেন টলি পাড়ায় এই অভিনেতা। সম্প্রতি এবিপি লাইভের সঙ্গে মৈনাক শেয়ার করে নিলেন নিজের ছেলেবেলার পুজোর কথা।


প্রত্য়েক মানুষের ছোটবেলার সঙ্গে জড়িয়ে থাকে নানান স্মৃতি। আর তা যদি হয় দুর্গা পুজোর তা হলে আর কথাই নেই। জন্মসূত্রে অভিনেতা মৈনাক বন্দ্য়োপাধ্য়ায় উত্তর কলকাতার বাসিন্দা। এবিপি লাইভের সঙ্গে আড্ডায় দিতে গিয়ে  'ক্রিসক্রস' অভিনেতা জানালেন ছোটবেলার পুজোর কথা মনে পড়লেই মনে আসে নতুন জামা-নতুন জুতোর কথা। সঙ্গে ছিল বন্ধুদের সঙ্গে প্য়ান্ডেলে প্য়ান্ডেলে ঘুরে ক্য়াপ ফাটানোর মজা। কখনও কখনও বন্ধুদের সঙ্গে ক্য়াপ ফাটানো নিয়ে চ্য়ালেঞ্জও লেগে যেত। 


এখানেই শেষ নয়, পুজোর সঙ্গে যে জিনিসটা ওতোপ্রতো ভাবে জড়িয়ে ছিল তা হল খাওয়াদাওয়া। কোনও বড় রেস্তোরাঁ নয়, রাস্তার ধারের এগরোল-চাউমিনেই সেইসময় মন পেট যেন একসঙ্গে ভরে যেত। কথায় কথায় উঠে এল পুজোর সময় বেড়াতে যাওয়ার কথাও। স্কুল আর বাবার অফিস ছুটি থাকার দরুণ বেশকিছু সময় কলকাতার বাইরেও কাটিয়েছেন মৈনাক।


তবে আনন্দমেলা আর শুকতারা যে তাঁর ছেলেবেলার পুজোর অনেকটা অংশ জুড়ে রয়েছে, তা জানাতে একেবারেই ভুললেন না এই টলি তারকা।


প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মৈনাক বন্দ্য়োপাধ্য়ায় অভিনীত 'হরর স্টোরিজ'। এই ছবিটির পরিচালনা করেছেন সায়ন বসু। মৈনাকের পাশাপাশি 'হরর স্টোরিজ'-এ অভিনয় করেছেন অলিভিয়া ও রূপসা মখোপাধ্য়ায়।


আরও পড়ুন...


পুজো স্পেশ্যাল গান ‘কলঙ্কভাগী’ নিয়ে হাজির হচ্ছেন তিমির বিশ্বাস


বদলে গেল সন্দীপ্তার চেনা রূপ, কী বার্তা নিয়ে এলেন অভিনেত্রী?


গোয়েন্দা ‘গোরা’র হাত ধরে ডিজিট্যাল প্ল্যাটফর্মে অভিষেক হচ্ছে ঋত্বিক চক্রবর্তীর