কলকাতা: প্রত্যেক বছরের মতোই এবারও গত পাঁচ দিন উৎসব মুখর হয়ে উঠেছিল বাংলা (Durga Puja 2023)। চারিদিকে আলোর রোশনাই, মণ্ডপে মণ্ডপে জনঅরণ্য। পুজোর কয়েকদিন কেটেছে একেবারে অন্যরকমভাবে। কিন্তু সময়ের নিয়মে এল দশমী (Dashami)। মনে একরাশ বিষণ্ণতা নিয়ে, উমাকে বিদায় জানানোর পালা। সিঁদুর-মিষ্টি দিয়ে মাকে বরণ করে উৎসবে শেষ লগ্নে গা ভাসালেন টলি তারকারাও।


দশমীতে দেবী বরণ, সিঁদুর খেলায় মাতলেন তারকারা


মঙ্গলবার দশমী। সকাল থেকে শহর-রাজ্য-দেশ-বিদেশের সমস্ত মণ্ডপে মণ্ডপে চলল সিঁদুর খেলা, ধুনুচি নাচ। বাংলার একাধিক মণ্ডপে সিঁদুর খেলায় অংশ নিলেন তারকারাও। পুজো শেষ৷ বাপের বাড়ি থেকে নিজের ঘরে রওনা দিলেন উমা৷ ঢাকের বাদ্যি আর 'বলো দুর্গা মাঈ কী' ধ্বনির মাঝেই বিসর্জন দেওয়া হয় একের পর এক প্রতিমা৷ 


এই সমস্ত কিছুর আগে মণ্ডপে মণ্ডপে চলল সিঁদুর পরিয়ে, মিষ্টি মুখে মাকে বরণ। সকলের সঙ্গে মিশে গেলেন তারকারাও। দশমীতে সিঁদুর খেলা, দেবীবরণে জমজমাট ভবানীপুরের মল্লিকবাড়ি। পরিবারের সবার সঙ্গে আড্ডা, নাচে মাতলেন অভিনেতা রঞ্জিত মল্লিক ও অভিনেত্রী কোয়েল মল্লিক। সকলকে বিজয়ার শুভেচ্ছা জানান দুই তারকা। 'আরবানা'য় দেবী বরণ থেকে সিঁদুরখেলায় মাতলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, অরিন্দম শীল, শুক্লা শীল। 


 



রবিনসন স্ট্রিটে তাঁর মায়ের আবাসনের পুজোয় সিঁদুর খেলায় মাতলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। পরিবারের সঙ্গে কাটালেন সময়। হাজরা পার্ক সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে দেবীবরণ করেন অপরাজিতা আঢ্য, সায়নী ঘোষ। ঢাকও বাজালেন অপরাজিতা। সুরুচি সঙ্ঘে দশমীর বিকেলে প্রতিমা দর্শনে পৌঁছে যান নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। অন্যদিকে রাজডাঙা নব উদয় সঙ্ঘে যেন চাঁদের হাট। হাজির ছিলেন অভিনেত্রী পায়েল সরকার, প্রিয়ঙ্কা সরকার, সোহিনী সরকার, মধুমিতা সরকার, জুন মালিয়া। 


ত্রিধারা সম্মিলনীতে দেবীবরণে হাজির ছিলেন টলি পাড়ার দম্পতি দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়। ঢাকের তালে চলে নাচও, সিঁদুরখেলা, হুল্লোড়। নিউটাউনের পুজো মণ্ডপে দেখা মিলল দিতিপ্রিয়া রায়, আবির চট্টোপাধ্যায়ের।


আরও পড়ুন: Top Entertainment News Today: দশমীতে মণ্ডপে মণ্ডপে সিঁদুরখেলায় তারকারা, প্রথম ৫ দিনে কত 'দশম অবতার' ছবির ব্যবসা? বিনোদনের সারাদিন


বিষাদের মাঝেই সিঁদুর খেলা, মিষ্টিমুখে শুভেচ্ছা বিনিময়। পুজো শেষ মানেই আবার সেই রোজকার রুটিনে ফেরা। তাই উৎসবের শেষ মুহূর্তেও আনন্দ চেটেপুটে নিলেন সকলে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial