মুম্বই : করোনা পরিস্থিতি চলছে। আর তার মধ্যেও আসতে চলেছে বাঙালিদের সবথেকে বড় উতসব দুর্গাপুজো (Durga Puja 2021)। করোনা অতিমারির মধ্যেও সুস্থ থেকে এবং সংক্রমণ এড়িয়ে আনন্দে কাটাতে হলে দুর্গাপুজো। তার জন্য প্রতিটা পুজোতেই মেনে চলা হবে কঠোর নিয়ম কানুন। তেমনটা হতে চলেছে বলিউডের মুখোপাধ্যায় পরিবারেও। সমস্ত কোভিড বিধি মেনে উত্তর বম্বের সার্ব্বজনীন দুর্গাপুজো হতে চলেছে ভার্চুয়াল। 


আরও পড়ুন - মলদ্বীপে সাদা শার্ট, নীল ডেনিমে ঝকঝকে ইউভান, ছবি ভাগ করে নিলেন শুভশ্রী


আরও পড়ুন - Gurmeet & Debina Wedding Pics: ফের বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় দম্পতি দেবিনা-গুরমিত?


দুর্গাপুজো মানেই অন্যান্য পুজো প্যান্ডেলের সঙ্গে আকর্ষণ থাকে বলিউডের হাই ভোল্টেজ দুর্গাপুজোর দিকে। যা আয়োজন হয় বলিউডের মুখোপাধ্যায় পরিবারে। বহু বছর ধরে বলিউডের মুখোপাধ্যায় পরিবারে দুর্গাপুজো আয়োজিত হয়ে চলেছে। প্রতিবছর মুখোপাধ্যায় পরিবারের প্রত্যেক সদস্য, রানি মুখোপাধ্যায়, তনুজা, কাজল, তনিশা মুখোপাধ্যায়ের সঙ্গে হাজির থাকেন অয়ন মুখোপাধ্যায়ও। এছাড়াও এই উতসবে হাজির থাকেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন এবং টেলিভিশন অভিনেতা মনীশ বহেল।


জানা যাচ্ছে, চলতি বছরও করোনার সংক্রমণের আশঙ্কা থাকার ফলে বলিউডের মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো দেখা যাবে ভার্চুয়ালি। দুর্গাপুজোর সমস্ত কিছুই দেখা যাবে সোশ্যাল মিডিয়ায়। সূত্রের খবর, মুখোপাধ্যায় পরিবার থেকে দুর্গাপুজোর লাইভ স্ট্রিমিংও করা হবে সোশ্যাল মিডিয়ায়।


আরও পড়ুন - Yami Gautam Update: মারাত্মক ত্বকের সমস্যায় ভুগছেন ইয়ামি গৌতম, জানালেন কী হয়েছে তাঁর


আরও পড়ুন - Happy Birthday Soha Ali Khan: ননদের জন্মদিনে তাঁর বিশেষ খাদ্যাভ্যাস ফাঁস করলেন করিনা কপূর খান


মুখোপাধ্যায় পরিবারের পক্ষ থেকে দেব মুখোপাধ্যায় বলেন, 'এটা দ্বিতীয় বছর যখন আমরা ভার্চুয়ালি দুর্গাপুজো আয়োজন করছি। এখানে আমরা সবসময় নিরাপদ দূরত্ব বজায় রাখছি এবং মাস্ক পরছি। তাই কখনওই আমরা দুর্গাপুজোর সময়ে মানুষকে ভিড় করতে দিতে পারি না। মানুষ সংক্রমণের হাত থেকে বাঁচবেন তাতে। তাই ভার্চুয়ালি সমস্ত কিছু দেখানোর আয়োজন করেছি। এমনকি পরিবারের সদস্যরাও নির্দিষ্ট নিয়ম মেনে অল্প অল্প করে পুজো প্যান্ডেলে যেতে পারবেন।'