কলকাতা: এই প্রথম। ভালবাসার দিনে নিজের ভালবাসার ছবি প্রকাশ্যে আনলেন সঙ্গীতশিল্পী দুর্নিবার সাহা (Durnibar Saha)-র স্ত্রী ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। সদ্য মা হয়েছেন ঐন্দ্রিলা, বাবা হয়েছেন দুর্নিবার। ভালবাসার দিনে, একে অপরকে কী কথা দিলেন তাঁরা? অন্যদিকে, এই ছবির জন্য একদিকে যেমন অপেক্ষা করছিলেন দর্শকেরা, তেমনই অপেক্ষা করছিলেন তিনি নিজেও। প্রযোজক হিসেবে এটা তাঁর প্রথম ছবি। আর তাই, এর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক আবেগ। এবার দর্শকদের সামনে তিনি প্রকাশ্যে আনলেন সেই ছবিরই প্রথম ঝলক। মুক্তি পেল অঙ্কুশ হাজরা (Ankush Hazra)-র ছবি 'মির্জা' (Mirza)-র প্রথম ঝলক। সরস্বতী পুজোর দিনে, সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা খবরগুলি।


ভালবাসার দিনে প্রথমবার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন দুর্নিবার-মোহর


এই প্রথম। ভালবাসার দিনে নিজের ভালবাসার ছবি প্রকাশ্যে আনলেন সঙ্গীতশিল্পী দুর্নিবার সাহা (Durnibar Saha)-র স্ত্রী ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। সদ্য মা হয়েছেন ঐন্দ্রিলা, বাবা হয়েছেন দুর্নিবার। ভালবাসার দিনে, একে অপরকে কী কথা দিলেন তাঁরা? বর্তমান রীতি মেনে ছেলের মুখের ছবি প্রকাশ্যে আনেননি দুর্নিবার বা মোহর (ঐন্দ্রিলা মোহর নামেই ইন্ডাস্ট্রিতে বেশি পরিচিত) কেউই। তিনি প্রকাশ্যে এনেছেন দুর্নিবারের দুটি হাতের ছবি। দুহাতে শিল্পী আগলে রয়েছেন একরত্তি ছেলেকে। সেই ছবি শেয়ার করে মোহর লিখেছেন, 'কথা দিচ্ছি.. কঠিন থেকে সহজ, সবসময়ে এই ২ জোড়া হাত আমি ধরে থাকব। আমার জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ দুটো মানুষকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে (Happy Valentines Day)।' মোহরের এই পোস্টটি শেয়ার করে ভালবাসা জানিয়েছেন দুর্নিবার সাহাও। বাবা-মা হওয়ার পরে এই তো প্রথম ভ্যালেন্টাইন্স ডে তাঁদের। ভালবাসার দিনে, ছেলের ছবি প্রকাশ্যে এনেছেন সঙ্গীতশিল্পী। 




 


টিজারেই জমাটি অ্যাকশনের ঝলক, জন্মদিনে 'মির্জা' অঙ্কুশের শুরু নতুন লড়াই


এই ছবির জন্য একদিকে যেমন অপেক্ষা করছিলেন দর্শকেরা, তেমনই অপেক্ষা করছিলেন তিনি নিজেও। প্রযোজক হিসেবে এটা তাঁর প্রথম ছবি। আর তাই, এর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক আবেগ। জন্মদিনে দর্শকদের সামনে তিনি প্রকাশ্যে আনলেন সেই ছবিরই প্রথম ঝলক। সরস্বতী পুজোর দিনে মুক্তি পেল অঙ্কুশ হাজরা (Ankush Hazra)-র ছবি 'মির্জা' (Mirza)-র প্রথম ঝলক। এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন অঙ্কুশ। এছাড়াও রয়েছেন ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। এই ছবি যে মূলত অ্যাকশনধর্মী হবে সেই হদিশ আগেই দিয়েছিলেন অঙ্কুশ। সদ্য মুক্তি পাওয়া টিজারেও দেখা গেল সেটাই। তবে কেবল অঙ্কুশ নয়, ট্রেলারে দেখা গেল এক দল শিশুকেও। তারাও রয়েছেন মিনিট দুয়েকেট টিজার জুড়েই রইল অ্য়াকশন। আর সংলাপ থেকে শুরু করে দৃশ্যায়ণ.. এই সবই যে দর্শকদের প্রত্যাশা বাড়াল এই কথা বলাই যায়। 


 






আরও পড়ুন: Oti Uttam Song: ভালবাসার সুরেই মন ভরালেন সৃজিত, মনখারাপ উঁকি দিল 'অতি উত্তম'-এর গানে ?