কলকাতা: নতুন ছবির গানে দুর্নিবার সাহা (Durnibar Saha)। মুক্তি পেল অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায় (Argha Deep Chatterjee) পরিচালিত ছবি 'চিরসখা হে'-র (Chiro Sakha Hey) গান 'যদি পাওয়া যেত'। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন সৌম্য ঋত। তাঁর প্রযোজনাতেই মুক্তি পেল এই গান।                                                                                                                                                           


দুর্নিবারের গানের অনুরাগীর সংখ্যা নেহাৎ কম নয়। 'যদি পাওয়া যেত'-ও মনে ধরেছে দর্শকদের। অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসা করেছেন এই গানের। তবে কেবল দুর্নিবারের গান নয়, 'চিরসখা হে' হাত ধরে বড়পর্দা পেতে চলেছে নতুন জুটিও। তনুশ্রী চক্রবর্তী ও ঈশান মজুমদার (Tnushree Chakraborty and Ishan Mazumder)।  'চিরসখা হে' ছবিতে অন্যান্য চরিত্রে দেখা যাবে মিঠু চক্রবর্তী (Mithu Chakraborty) ও বরুণ চন্দকে (Barun Chanda)। ছবির স্ক্রিনপ্লে ও সংলাপ লিখেছেন অভীক রায়, সুজয়নীল বন্দ্যোপাধ্যায় (Aveek Ray & Sujoyneel Bondyopadhyay)। সঙ্গীত পরিচালনার দায়িত্বে সৌম্য ঋত।                                                               


আরও পড়ুন: Ayushmann on Pathaan: 'পাঠান'-এর সঙ্গে তুলনা, প্রতিবাদ করে আয়ুষ্মানের জবাব, 'আমি শাহরুখ অনুরাগী'


ছবিতে ঈশান এক বনেদি বাঙালি পরিবারের ছেলে। ছোট বেলায় নিজের বাবাকে হারিয়েছে সে। ছবির গল্প অনুযায়ী বছর দু'য়েক হল জেঠু শিবাশিস ও মা অলোকার সঙ্গে সে কলকাতার বাড়ি ছেড়েছে। পাড়ি দিয়েছে উত্তরবঙ্গে। সেখানে তাঁদের আদিবাড়ি। তার জেঠু শিবাশিষ পেশায় উকিল। ঈশান পেশায় ফ্রিল্যান্স চিত্রগ্রাহক। একইসঙ্গে ছবিও সে বেশ ভালই আঁকতে পারে।                               


অপর দিকে, তিলোত্তমার স্বামী মারা গেছেন বছর সাতেক আগে। শুধু তাই নয়, তিলোত্তমার ব্যক্তিগত জীবনে রয়েছে এক মর্মান্তিক সত্য। সময়ের কাছে প্রায় হার মেনে নেওয়া তিলোত্তমার কুয়াশাচ্ছন্ন জীবনে, আচমকাই একদিন মিঠে রোদের মতন উপস্থিত হয় ঈশান। একতরফা ভালবাসা, মান অভিমান, এই সবকিছুর শেষে, তাঁরা কি পারবে সমস্ত বাধা অতিক্রম করে একসঙ্গে থাকতে? এই প্রশ্নেরই উত্তর মিলবে 'চিরসখা হে' ছবিতে।