মুম্বই: প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে কিং খানের 'পাঠান' (Pathaan)। বক্সঅফিসে সাফল্যের সঙ্গে ব্যবসা করছে শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) অভিনীত 'পাঠান'। মুক্তির ৯ দিন পরে কত ব্যবসা করল শাহরুখের কামব্যাক ছবি? দেখে নেওয়া যাক একনজরে।
৯ দিনের মাথায়, 'পাঠান' পেরিয়ে গেল ৭০০ কোটির লক্ষ্যমাত্রা। এই হিসেব দিয়েছেন ট্রেন্ড অ্যানালিটিক্স রমেশ বালা। অন্যদিকে, তরণ আদর্শ জানাচ্ছেন, বুধবার এই ছবি ব্যবসা করেছে ৫৫ কোটি, বৃহস্পতিবার ৬৮ কোটি, শুক্রবার ৩৮ কোটি, শনিবার ৫১,৫০ কোটি, রবিবার ৫৮.৫০ কোটি, সোমবার ২৫.৫০ কোটি, মঙ্গলবার ২২ কোটি, বুধবার ১৭.৫০ কোটি, বৃহস্পতিবার ১৫ কোটি। ভারতে মোট ৩৫১ কোটি।
আরও পড়ুন: Soham Chakraborty: 'লাল স্যুটকেসটা ফিরিয়ে দাও', দেব, প্রসেনজিৎ, মিমির কাছে কাতর আবেদন সোহমের
'পাঠান' প্রমাণ করে দিল, অ্যাকশন হিরোকে ভালবাসেন মানুষ। কিন্তু সদ্যই আয়ুষ্মানের ছবি 'দ্য অ্যাকশন হিরো'-র প্রশংসা করতে গিয়ে 'পাঠান'-কে নিন্দা করলেন এক ট্যুইটার ব্যবহারকারী। আজ ট্যুইটারে আয়ুষ্মানকে ট্যাগ করে এক অনুরাগী লেখেন, 'পাঠানের কথা ছাড়ুন। নেটফ্লিক্সে দ্য অ্যাকশন হিরো ছবিটি একবার দেখুন। চিত্রনাট্য, সংলাপ, আবহসঙ্গীত সমস্ত সেই সমস্ত সংবাদমাধ্যমকে কাঁচকলা দেখিয়েছে যাঁরা পাঠান নিয়ে লেখালেখি করছে। আয়ুষ্মান দুর্দান্ত।'
প্রসঙ্গত, বড়পর্দায় 'দ্য অ্যাকশন হিরো' বড়পর্দায় মুক্তি পেলেও তেমন সাড়া ফেলতে পারেনি। কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে এই ছবিটি দেখে প্রশংসা করেছেন অনেকেই। ওই ট্যুইটার ব্যবহারকারীর ট্যুইটটি রিট্যুইট করে আয়ুষ্মান লেখেন, ' 'দ্য অ্যাকশন হিরো'-র প্রশংসার জন্য ধন্যবাদ। কিন্তু 'পাঠান'-কে খারাপ বলা অর্থহীন। আমি কিন্তু শাহরুখ অনুরাগী।'