মুম্বই: ৮ থেকে ১৪ জুনের মধ্যে রিয়া চক্রবর্তীর সঙ্গে কোনও কথা হয়নি সুশান্তের। তদন্তে দুজনের কল রেকর্ড পরীক্ষা করে উঠে এল তথ্য।

ইডির তরফে রিয়ার সহকারীকে জিজ্ঞাসাবাদেও উঠে এসেছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। রিয়ার সম্পত্তি এবং সুশান্তের সঙ্গে তাঁর আর্থিক লেন-দেন সম্পর্কে তথ্য পাওয়া গেছে বলেও ইডি সূত্রে খবর।  তবে আইনজীবীর পরামর্শ অনুযায়ী আগামী শুক্রবার ইডির দফতরে নাও হাজিরা দিতে পারেন রিয়া।

এদিকে অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্তভার আজই হাতে নিল সিবিআই।  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, প্রথমে সুশান্ত ও তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরীক্ষা করে দেখা হবে।  প্রয়োজনে দিল্লিতে গিয়েও তদন্ত করতে পারে সিবিআই।  তবে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ পাওয়া এখন সহজ হবে না বলে মনে করছেন সিবিআইয়ের তদন্তকারীরা।

এরইমধ্যে বিজেপি সাংসদ ও মহারাষ্ট্রের নেতা নারায়ণ রাণে অভিযোগ করেছেন, সুশান্তকে খুন করা হয়েছে।  সুশান্তের মৃত্যুর আগের দিন অভিনেতা সুরজ পাঞ্চোলির বাড়ির পার্টিতে কারা গিয়েছিলেন, তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন। তিনি। অভিনেতা দিনো মোরিয়া ও অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে এ প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করেন রাণে।  সুরজ যদিও রাণের অভিযোগ প্রসঙ্গে পাল্টা বলেছেন, তাঁর নাম অনর্থক ওই ঘটনায় টেনে আনা হচ্ছে।