কলকাতা: এই প্রযোজনা সংস্থার ছবি সদ্য ঝড় তুলেছে বক্স অফিসে। দক্ষিণী ছবি 'পোন্নিয়িন সেলভান' এর প্রথম অংশ ইতিমধ্যেই ৫০০ কোটিরও বেশি ব্যবসা করে ফেলেছে বক্সঅফিসে। আর এই ছবির জনপ্রিয়তা ছিল এতটাই, যে জাঁকজমকপূর্ণ এই ছবির সিক্যুয়ালও এনে ফেলেছেন পরিচালক-প্রযোজকেরা। তবে সম্প্রতি, আর্থিক তছরুপের মামলায় নাম জড়াল লাইকা প্রযোজনা সংস্থার! মঙ্গলবার থেকে চেন্নাইয়ের লাইকা প্রযোজনা সংস্থার আটটি অফিসে টানা তল্লাশি চালিয়েছে ইডি।
এখনও পর্যন্ত এই আর্থিক দুর্নীতিতে নাম জড়ানো ও ইডির তল্লাশির ব্যাপারে লাইকা প্রযোজনা সংস্থা মুখ খোলেনি বলেই জানা যাচ্ছে। সংবাদ সংস্থা এএআই সূত্রের খবর, মঙ্গলবার সকাল থেকে চেন্নাইয়ে লাইকা সংস্থার ৮টি অফিসে তল্লাশি চালিয়েছে ইডি। তবে ঠিক কী কী তথ্য পাওয়া গিয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি।
গত ২৮ এপ্রিল মুক্তি পেয়েছে 'পোন্নিয়িন সেলভান ২' (Ponniyin Selvan 2)। ইতিমধ্যেই ৩ কোটিরও বেশি ব্যবসা করে ফেলেছে এই ছবি। মণিরত্নম পরিচালিত, ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwariya Rai Bacchan) অভিনীত এই ছবি দর্শকদের মন জয় করেছিল সহজেই। তবে লাইকা প্রযোজনা সংস্থার কাছে এই ধরনের তল্লাশি নতুন না। কয়েক বছর আগে লাইকা সংস্থার বেশি কিছু ডিজিট্যাল নথি আসে। অভিযোগ ছিল, বেসরকারি বা প্রাইভেট ফিন্যান্সরের সঙ্গে টাকাপয়সার লেনদেন হয়েছিল। তবে সেই সমস্ত সংস্থার অ্যাকাউন্টের হদিশ এখনও পাওয়া যায়নি।
'পোনিয়িন সেলভান ১' বিশ্বজুড়ে প্রায় ৫ কোটি টাকার ব্যবসা করেছিল। সেই বছর বক্স অফিস আয়ের নিরিখে ভারতীয় ছবিগুলির মধ্যে তৃতীয় নম্বরে ছিল এই ছবি। মণি রত্নম, বি জেয়ামোহন ও এলাঙ্গো কুমারাভেল, কল্কি কৃষ্ণমূর্তির লেখা জনপ্রিয় তামিল উপন্যাস থেকে এই ছবি তৈরি করেছেন। বিভিন্ন রিভিউ অনুযায়ী, 'পোনিয়িন সেলভান ২' তাঁর প্রথম অংশের থেকেও বেশি পছন্দ হবে দর্শকের।
চোল সাম্রাজ্যের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে অভিনয় করেছেন একগুচ্ছ তারকা। তাঁদের মধ্যে রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন, জয়ম রবি, কার্তি, তৃষা কৃষ্ণণ, আর শরৎকুমার, জয়রাম, প্রভু, ঐশ্বর্য লেক্ষ্মী, সোভিতা ধুলিপালা, বিক্রম প্রভু, প্রকাশ রাজ প্রমুখ। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান।
আরও পড়ুন:- WHO: নিজের অজান্তেই ডেকে আনছি রোগ! মিষ্টির বিকল্প বলে যা কিনছি, তা আরও বিপজ্জনক, দাবি WHO-র