মুম্বই: ফেমা মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলব শাহরুখ-গৌরীকে। আগামী ২৩ অগাস্ট শাহরুখ-গৌরীকে সশরীরে ইডি-র সামনে হাজিরা দিতে হবে, জারি করা নোটিসে এমনই নির্দেশ রয়েছে বলে জানা গিয়েছে।
সেদিনই এই মামলার চূড়ান্ত শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে ২০১১ ও ২০১৫ সালে বলিউড বাদশাকে ইডির সামনে হাজিরা দিতে হয়েছিল। সাম্প্রতিক এই নোটিস জারি করা হয়েছে ফেমার নিয়ম লঙ্ঘন করার জন্যে। জানা গিয়েছে, আগামী ২৩ অগাস্ট খান দম্পতিকে তাঁদের আইনি এবং আর্থিক পরামর্শদাতাকে সঙ্গে নিয়ে হাজিরা দিতে হবে। সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে ইডি-র স্পেশাল ডিরেক্টরের। সেদিন শাহরুখ এবং গৌরীর বয়ান শোনার পর পরবর্তী পদক্ষেপ এবং কত টাকা জরিমানা করা হবে অভিনেতার ওপর, সেবিষয়ে সিদ্ধান্ত নেবে তদন্তকারী সংস্থা।
ফেমা মামলায় ইডির তলব শাহরুখ-গৌরীকে, সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Jul 2017 09:33 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -