এবার কি ভীষ্মের চরিত্রে দেখা যাবে অমিতাভকে?
ABP Ananda, web desk | 28 Mar 2017 07:25 PM (IST)
তিরুবনন্তপুরম: এবার কি ভীষ্মের চরিত্রে দেখা যাবে বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনকে? এমনই একটা সম্ভাবনা দেখা দিয়েছে। জ্ঞানপীঠ পুরস্কারজয়ী এম টি বাসুদেবন নায়ারের উপন্যাস অবলম্বনে বহুভাষিক সিনেমা ‘রান্দামুঝাম’ সিনেমায় অমিতাভ যাতে ভীষ্মের ভূমিকায় অভিনয় করেন, তার একটা উদ্যোগ শুরু হয়েছে। প্রখ্যাত বিজ্ঞাপন নির্মাতা তথা এই সিনেমার পরিচালক এন এ শ্রীকুমার মেনন বলেছেন, অমিতাভের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আলোচনা চলছে। পরিচালক বলছেন, ওই চরিত্রের জন্য সবচেয়ে যোগ্য অভিনেতা বিগ বি। কিন্তু তাঁর কাছ এখনও সম্মতি মেলেনি। ১৯৮৪-তে রান্দামুঝাম-এ মহাভারতের কাহিনী নতুনভাবে লেখেন নায়ার। দ্বিতীয় পাণ্ডব ভীমের দৃষ্টিভঙ্গি থেকে মহাভারতের কাহিনীর নতুন করে লিখেছেন নায়ার। শ্রীকুমার জানিয়েছেন, দুটি পর্বে এই সিনেমা হবে। বাজেট ৭০০ থেকে ৮০০ কোটি টাকা। অর্থাত্, এটিই হবে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। হিন্দি, মালয়ালাম, তামিল, তেলগু, ও ইংরেজিতে এই সিনেমার দৃশ্যগ্রহণ করা হবে। পরে সমস্ত ভারতীয় ভাষা ও কয়েকটি বিদেশী ভাষায় ডাবিং করা হবে। ২০১৯-র শেষে বা ২০২০-তে সিনেমাটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।