মুম্বই: দেশজুড়ে চলছে লকডাউন। ভবিষ্যতে অর্থনৈতিক মন্দায় কাজ হারানোর আশঙ্কায় ভুগছেন বহু মানুষ।
সারা দেশে বন্ধ শুটিংও। আর্থিক ক্ষতি হচ্ছে প্রোডাকশন কোম্পানিগুলির। এর ফলে পারিশ্রমিক কি আটকে যেতে পারে? সঙ্কটে বহু মানুষ। এই মুহূর্তে প্রোডাকশন হাউসের কর্মচারীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বালাজী টেলিফিল্ম-এর কর্ণধার একতা কপূর। তিনি ঘোষণা করলেন, এক বছরের পারিশ্রমিক তিনি নেবেন না। যা কিনা ২.৫ কোটি টাকা। এতে অনেক কর্মচারী এই অতিমারীর সময় পারিশ্রমিক কম পাওয়ার আশঙ্কা থেকে বাঁচবেন। এক বিবৃতিতে একতা জানিয়েছেন,
‘বহু ফ্রিলান্সার ও দৈনিক উপার্জনকারী কর্মীদের কথা ভেবে এটা করা আমার কর্তব্য। শুটিং বন্ধ থাকায় আমরা বড় অঙ্কের লোকশান করছি।’
একতার এই ঘোষণায় সাময়িক স্বস্তি পেলেন বালাজীর কর্মীরা।