হায়দরাবাদ: করোনা ভাইরাস মোকাবিলায় সারা দেশে চলছে লকডাউন। অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া আর কোনও দোকান খোলা নেই। সবাইকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে সরকার। কিন্তু এরই মধ্যে হায়দরাবাদের একটি দোকান থেকে লুঠ হয়ে গেল ২৫ হাজার টাকার মদ। এছাড়া আট হাজার টাকাও লুট হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ওই দোকানে চুরি হয়েছে মঙ্গলবার। তবে ঘটনাটি দোকানের মালিকের নজরে আসে গতকাল। তিনি লক্ষ্য করেন, দু’টি সিসিটিভি ক্যামেরার ছবি আসছে না। এরপরেই তিনি দোকানে গিয়ে দেখেন, ক্যামেরার তার কাটা এবং টাকা ও মদ উধাও। এরপরেই তিনি পুলিশ ও আবগারি বিভাগে খবর দেন। শুরু হয়েছে তদন্ত।
লকডাউনের মধ্যেই হায়দরাবাদের দোকান থেকে লুট ২৫ হাজার টাকার মদ ও নগদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Apr 2020 06:02 PM (IST)
পুলিশ সূত্রে খবর, ওই দোকানে চুরি হয়েছে মঙ্গলবার। তবে ঘটনাটি দোকানের মালিকের নজরে আসে গতকাল।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -