কলকাতা: দীর্ঘ ২৫ বছর পরে ছোটপর্দায় ফিরছে, 'কিঁউ কি সাঁস ভি কভি বহু থি' (kyunki saas bhi kabhi bahu thi)। ২০০০ সালে ছোটপর্দায় কার্যত তোলপাড় ফেলে দিয়েছিল এই ধারাবাহিক। কেবল বিনোদনমূলক বলেই নয়, সেই সময়ে দাঁড়িয়ে এই শো এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিল বা দর্শকদের সামনে নিয়ে এসেছিল, যখন এই বিষয়গুলি নিয়ে কথা বলতে কেউ স্বচ্ছন্দ ছিল না। পারিবারিক বিভিন্ন বিষয়কেই বিনোদনের মোড়কে ছোটপর্দায় এনেছিল, ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল এই ধারাবাহিক। আর এই ধারাবাহিক চূড়ান্ত জনপ্রিয়তা দিয়েছিলেন স্মৃতি ইরানি (Smriti Irani)-কে। পর্দায় তুলসী বিরানির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
যখন এই শো যখন ২৫ বছর ফিরিয়ে আনার পরিকল্পনা হয়, তখন অনেকেই ভেবেছিলেন, এক কথায় রাজি হয়ে যাবেন এই ধারাবাহিকের পরিচালক প্রযোজক একতা কপূর (Ekta Kapoor)। কিন্তু আসল ঘটনা হয়েছিল একেবারেই আলাদা। আজ একটি ইনস্টাগ্রাম পোস্ট করে একতা নিজেই খোলসা করেছেন সেই ঘটনা। তিনি জানিয়েছেন, যখন পর্দায় 'কিঁউ কি সাঁস ভি কভি বহু থি' ফিরিয়ে আনার কথা হয়, তখন একেবারেই রাজি ছিলেন না তিনি। তাঁর মাথায় অনেকগুলি বিষয় কাজ করেছিল। সেই কারণে তিনি ভাবনাচিন্তা করার সময় নিয়েছিলেন।
একতা আজ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তিনি প্রথমে পুরনো স্মৃতি নিয়ে ঘাঁটাঘাঁটি করতে চাননি। কারণ তাঁর বিশ্বাস ছিল, কিছু জিনিস এমন তৈরি হয়ে যায়, যেটা আবার পুনরায় করা যায় না। সেই কারণে যখন এই শো ফিরিয়ে আনার কথা হয়, একতা একেবারেই রাজি হননি। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, 'না, একদম না।' একতার মতে, আজকের টিভির দর্শক আগের চেয়ে অনেক বদলে গেছে। যেখানে একসময় ৯টি শহর থেকে টিআরপি (TRP) নির্ধারিত হত, এখন দর্শক বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
একতা নিজেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন..
- আমরা কি এবার টিআরপির চিন্তা না করে গভীর গল্প বলতে পারি?
- আমরা কি আজকের গুরুত্বপূর্ণ বিষয়গুলি যেমন প্যারেন্টিং, মানসিক স্বাস্থ্য, মহিলাদের আওয়াজ-এর মতো বিষয়গুলি নিয়ে খোলামেলা আলোচনা করতে পারি?
- টেলিভিশনকে আবার একটি সামাজিক প্ল্যাটফর্ম তৈরি করে কথা বলতে পারি?
একতা প্রকাশ করেছেন যে একটি আন্তর্জাতিক সংস্থার গবেষণায় উঠে এসেছে যে 'কিঁউ কি সাঁস ভি কভি বহু থি' এবং 'কাহানি ঘর ঘর কি'-এর মতো শো ভারতীয় পরিবারগুলির বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছিল। তারা কেবল বিনোদনই দেয়নি, সমাজে পরিবর্তন আনার দায়িত্বও নিয়েছিল।