‘লিপস্টিক আনডার মাই বোরখা’ উপস্থাপন করবেন একতা কপূর
ABP Ananda, web desk | 05 Jun 2017 04:40 PM (IST)
মুম্বই: অলঙ্কৃতা শ্রীবাস্তবের ‘লিপস্টিক আনডার মাই বোরখা’ সিনেমা আগামী ২৮ জুলাই মুক্তি পাবে। এই সিনেমার উপস্থাপন করবেন একতা কাপূর। এ কথা জানিয়েছেন প্রযোজক প্রকাশ ঝা। এক বিবৃতিতে তিনি বলেছেন, একতা এমন একজন ব্যক্তিত্ব যিনি ছক ভাঙা কাজ করতে পারেন। মহিলাদের চরিত্রে গুরুত্ব দিয়ে টেলিভিশনে ক্ষমতার পিরামিডটাকেই তিনি উল্টে দিয়েছেন। তাঁর মধ্যে রয়েছে নারীবাদী চেতনা। একতা বলেছেন, 'স্ক্রিনিংয়ে এসেছিলাম একটা ভালো সিনেমা দেখার কথা মাথায় রেখে। কিন্তু যা দেখলাম তাতে আমি মুগ্ধ’। একতা বলেছেন, 'মহিলা ও তাঁদের যৌনতা’ সংক্রান্ত সিনেমাটি একইসঙ্গে 'বিশ্বাসযোগ্য ও বিনোদনমূলক’। এই সিনেমার উপস্থাপনার সুযোগ পেয়ে তিনি গর্বিত। কঙ্গনা সেনশর্মা, রত্না পাঠক শাহ, অহনা কুমরা অভিনীত সিনেমাটি ‘নারীকেন্দ্রিক’ বলে আপত্তি জানিয়েছিল সেন্সর বোর্ড। সিনেমাটি ইতিমধ্যেই দেশি-বিদেশি চলচ্চিত্র উত্সবে পুরস্কৃত হয়েছে।