মুম্বই: হৃত্বিক রোশন সাত মাস আগেই কঙ্গনা রানাওয়াতের ই-মেল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা জানতেন। বলিউড নায়কের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন কঙ্গনার আইনজীবী। তাঁর দাবি, সংবাদমাধ্যমে প্রকাশিত কঙ্গনার ই-মেলগুলি আদৌ বিশ্বাসযোগ্য নয়।
সম্প্রতি সংবাদমাধ্যমে কঙ্গনার বেশ কিছু ই-মেল প্রকাশিত হয়েছে। অভিযোগ, হৃত্বিকই সেগুলি ফাঁস করে দিয়েছেন। কঙ্গনার আইনজীবীর দাবি, সাত আগেই কঙ্গনার বোন রঙ্গোলি হৃত্বিককে ই-মেল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা জানিয়েছিলেন এবং একসঙ্গে পুলিশের কাছে অভিযোগ জানানোর প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু এরপর থেকেই হৃত্বিক তাঁদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। কিন্তু হৃত্বিকের অ্যাকাউন্টে প্রচুর একতরফা ই-মেল আসতে থাকে। এই ই-মেলগুলির বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের চেষ্টা হৃত্বিক ইচ্ছাকৃতভাবেই করেননি বলেও দাবি করেছেন তিনি। কঙ্গনার আইনজীবী হৃত্বিকের বিরুদ্ধেই ই-মেল হ্যাক করার অভিযোগ এনেছেন।
কঙ্গনার আইনজীবীর অভিযোগ, হ্যাক হওয়ার কথা জানা সত্ত্বেও পুলিশে অভিযোগ না জানিয়ে ভবিষ্যতে ব্যবহার করার জন্যই ই-মেলগুলি জমিয়ে রেখেছিলেন হৃত্বিক। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন, সম্পর্কটা কঙ্গনার দিক থেকে একতরফা ছিল।
৩০ তারিখ এই মামলায় নিজের বক্তব্য জানাবেন কঙ্গনা। এর আগে তাঁর আইনজীবীর নতুন অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই তারকার প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি আরও কদর্য রূপ নিল।
কঙ্গনার ই-মেলের বিশ্বাসযোগ্যতা নেই, দাবি আইনজীবীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Apr 2016 03:17 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -