নয়াদিল্লি: আজ আন্তর্জাতিক নারী দিবস (International Women's Day)। নারীদের শ্রম, সমাজে তাঁদের অবদানকে উদযাপনের দিন। তাঁদেরও স্মরণ করা যাক যাঁরা বিনোদন দুনিয়ায় বিশেষ অবদান রেখেছেন। এমন এক প্রযোজক, যিনি পুরুষতান্ত্রিক ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছেন। মহিলাদের নিয়ে কনটেন্ট তৈরি করা, তাঁদের বলিষ্ঠতার প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়েছেন। তিনি একতা আর কপূর (Ekta R Kapoor)। তাঁর ব্যানার 'বালাজি টেলিফিল্মস'-এর (Balaji Telefilms) অধীনে অজস্র এমন ছবি মুক্তি পেয়েছে যা মহিলাদের কথা বলে, যা সমাজের চিরাচরিত মহিলা-বিরোধী নিয়মের তোয়াক্কা না করে নারীদের এগিয়ে যাওয়ার গল্প বলে। 


একতা কপূর প্রযোজিত নারীকেন্দ্রিক কিছু ছবি


'দ্য ডার্টি পিকচার' - ২০১১ সালে মুক্তি পায় মিলন লুথরিয়া পরিচালিত 'দ্য ডার্টি পিকচার'। রজত অরোরা রচিত এই সিনেমার মুখ্য চরিত্রে ছিলেন বিদ্যা বালান। ১৯৮০ সালের দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবনের ওপর ভিত্তি করে তৈরি হয় এই ছবি। বিদ্যা বালানের পারফর্ম্যান্স অত্যন্ত প্রশংসিত হয়। 


'পাগলায়েট' - ২০২১ সালে মুক্তি প্রাপ্ত কমেডি ড্রামা ঘরানার ছবি এটি। উমেশ বিশত পরিচালিত এই ছবির মুখ্য চরিত্রে ছিলেন সানিয়া মলহোত্র। এক যুবতী নারী, যাঁর স্বামীর মৃত্যুর পর সেই শোক এবং একইসঙ্গে বৈধব্যের বিভিন্ন নিয়মকানুনের জালে পড়ে যাওয়ার গল্প। সন্ধ্যার চরিত্রের মাধ্যমে, ছবিটি সামাজিক রীতিনীতি থেকে মুক্ত হওয়া এবং নিজের পথ খোঁজার গুরুত্ব তুলে ধরে।


'বীরে দি ওয়েডিং' - ২০১৮ সালে মুক্তি পায় এই ছবি। শশাঙ্ক ঘোষ পরিচালিত এই ছবি মূলত চার মহিলা বন্ধুর জীবনকে কেন্দ্র করে তৈরি। অভিনয়ে দেখা গিয়েছিল করিনা কপূর খান, সোনম কপূর, স্বরা ভাস্কর ও শিখা তালসানিয়াকে। চার কন্যার একাধিক ব্যক্তিগত ও কর্মস্থানের সমস্যার সঙ্গে যুঝতে থাকা ও সমাজের একাধিক আশা আকাঙ্খার সঙ্গে তাল মিলিয়ে চলার গল্প বলে এই ছবি। 


'রাগিনি এমএমএস ২' - ২০১৪ সালের এই হরর-থ্রিলার ঘরানার ছবির মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল সানি লিওনকে। এই ছবির নারী চরিত্রের ওপর অশরীরী ভর করত এবং তাঁকে বাঁচাতে এক দল মানুষ ঝাঁপিয়ে পড়ত। ছবিতে ভয়ের উপাদানের পাশাপাশি ছিল সানি লিওনের চারিত্রিক বৈশিষ্ট্য। 


'ডলি কিট্টি অউর ওহ্ চমকতে সিতারে' - ২০২০ সালে মুক্তি পায় এই ছবি। মুখ্য চরিত্রে ছিলেন কঙ্কনা সেন শর্মা, ভূমি পেডনেকর। দুই বোনের চরিত্রে দেখা যায় তাঁদের। সম্পূর্ণ পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে তাঁদের ব্যক্তিগত ও কর্মক্ষেত্রের সফরের গল্প।


আরও পড়ুন: 'Pushpa 2': অল্লু অর্জুনের সঙ্গে পর্দায় এবার সাই পল্লবী? 'পুষ্পা ২' ছবিতে নতুন চরিত্রের সংযোজন?


'লিপস্টিক আন্ডার মাই বুরখা' - অলংকৃতা শ্রীবাস্তব পরিচালিত এই ছবির মুখ্য চরিত্রে চার অভিনেত্রী ছিলেন। কঙ্কনা সেন শর্মা, রত্না পাঠক শাহ, অহনা কুমরা, প্লাবিতা বড়ঠাকুরকে দেখা যায়। বিভিন্ন সামাজিক ক্ষেত্র থেকে আসা চার মহিলার জীবনের গল্প বলে এই ছবি।