নয়াদিল্লি: এবার অল্লু অর্জুনের (Allu Arjun) 'পুষ্পা ২' (Pushpa: The Rule) ছবিতে কী দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে (Sai Pallavi)? তাঁকে শেষ দেখা গিয়েছিল তামিল ছবি 'গার্গী'তে (Tamil film 'Gargi')। শোনা যাচ্ছে এবার তাঁকে বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে 'পুষ্পা' (Pushpa) ছবিতে।
'পুষ্পা ২'-এর কাস্টে নতুন সংযোজন?
সূত্রের খবর, 'পুষ্পা: দ্য রুল' ছবিতে নতুন এক চরিত্রের আগমন ঘটেছে। সেই চরিত্রটি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেও শোনা যাচ্ছে। তবে এই প্রসঙ্গে এখনও আনুষ্ঠানিকভাবে নির্মাতাদের তরফে কিছু জানানো হয়নি।
সূত্রের খবর অনুযায়ী, ছবিতে ফাহাদ ফাসিলের (Fahadh Faasil) বিপরীতে দেখা যাবে সাই পল্লবীকে। তবে চরিত্রের গঠন এখনও প্রাথমিক পর্যায়েই আছে বলে খবর। একাধিক পুরস্কারপ্রাপ্ত ছবিতে অভিনয় করেছেন সাই পল্লবী, তাঁর অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। এবার 'পুষ্পা: দ্য রুল' ছবিতে গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে দেখা যাবে তাঁকে, শোনা যাচ্ছে এমনটাই। এও শোনা যাচ্ছে পরের শিডিউলেই সেটে দেখা যাবে তাঁকে, এবং এক সপ্তাহের মধ্যেই শ্যুটিং সেরে ফেলবেন।
সাই পল্লবী 'পুষ্পা ২' সই করেছেন সেই খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের উচ্ছ্বাস নজরে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এক নেটিজেন লেখেন, 'যদি এটা সত্যি হয়, তাহলে তো দারুণ ব্যাপার হবে।' অপর একজন লেখেন, 'যদি ওঁকে ভিলেনের চরিত্রে কাস্ট করা হয় তাহলে গল্পটা আরও আকর্ষণীয় হবে।' অপর একজনের আবদার, 'একটা অল্লু অর্জুন ও সাই পল্লবীর একসঙ্গে নাচের গান প্লিজ।'
এই খবর সত্যি হলে এই প্রথম একসঙ্গে এক পর্দায় দেখা যাবে সাই পল্লবী ও অল্লু অর্জুনকে। এছাড়া ছবিতে রশ্মিকা মান্দান্না, অনসূয়া ভরদ্বাজের (Rashmika Mandanna, Anasuya Bharadwaj) মতো অভিনেতাদের ফের দেখা যাবে 'পুষ্পা ২'। বিশাখাপত্তনমের যে অংশে 'পুষ্পা'র শুরুর গানের শ্যুটিং হয়েছিল সেখানেই সম্প্রতি অল্লু অর্জুন অপর একটি শ্যুট শেষ করলেন।
'পুষ্পা' ছবির শেষের দিকে আগামী ছবির মূল খল চরিত্রের ভূমিকা দেখিয়ে দেওয়া হয়। সেই চরিত্রে ফাহাদ ফাসিলকে দেখা যাবে। স্বাভাবিকভাবেই এই ছবিতে মুখ্য নেতিবাচক চরিত্রে তিনিই থাকবেন।
অল্লু অর্জুনের প্রথম 'পুষ্পা' অত্যন্ত ভালবাসা পেয়েছিল দর্শকের। গোটা দেশ কেবল নয়, বিদেশেও এর গান, সংলাপ ভাইরাল হয়েছিল রীতিমতো। এবার দ্বিতীয় ছবি সাফল্যের সেই পর্যায় ছুঁতে পারে কি না দেখার।