মুম্বই: 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর এই ছবির এখন আলোচনার শীর্ষে। মুক্তি পাওয়ার আগে থেকে ছবির বিষয়বস্তু নিয়ে নানা বিতর্ক দেখা দেয়। ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে বিভিন্ন মহল থেকে প্রশংসা পাওয়া ছাড়াও বক্স অফিসেও প্রভাব ফেলতে শুরু করে প্রথম দিন থেকে। খুব অল্প দিনের মধ্যেই একশো কোটির ক্লাবে পৌঁছে গিয়েছিল। এবার দেখতে দেখতে ২০০ কোটির ক্লাবেও পৌঁছে গেল 'দ্য কাশ্মীর ফাইলস'। আর ২০০ কোটির ক্লাবে পৌঁছেই নয়া রেকর্ডও তৈরি করে ফেলল এই ছবি।


'দ্য কাশ্মীর ফাইলস' ছবি কত টাকার ব্যবসা করল?


এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। এদিন তিনি লেখেন, '২০০ কোটির বক্স অফিস কালেকশন পেরিয়ে গেল 'দ্য কাশ্মীর ফাইলস'। এর পাশাপাশি অতিমারি পরবর্তী সময়ে সবথেকে বেশি ব্যবসা করা হিন্দি ছবির তালিকায় শীর্ষে পৌঁছে গেল। দ্বিতীয় সপ্তাহে লাগাতার দুর্দান্ত ব্যবসা করার পর ২০০ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি।'


কী রেকর্ড তৈরি করল 'দ্য কাশ্মীর ফাইলস'


মুক্তি পাওয়ার দিন ৩.৫৫ কোটির টাকার বক্স অফিস কালেকশন দিয়ে ব্যবসা শুরু করে 'দ্য কাশ্মীর ফাইলস'। শুরুটা অন্যান্য ছবির তুলনায় অল্প হলেও এক এক দিনে কখনও ২৬ কোটি তো কখনও ২৪ কোটি টাকার ব্যবসা করেছে। আর সব মিলিয়ে আজ ২০০ কোটির ক্লাবেও পৌঁছে গেল 'দ্য কাশ্মীর ফাইলস'। অতিমারি পরবর্তী সময়ে সবথেকে বেশি ব্যবসা করা হিন্দি ছবির তালিকায় শীর্ষে ছিল অক্ষয় কুমারের 'সূর্যবংশী'। যেটি মুক্তি পেয়েছিল গত বছর দিপাবলীতে। 'সূর্যবংশী'র রেকর্ড টপকে এবার শীর্ষে পৌঁছে গেল 'দ্য কাশ্মীর ফাইলস'। 


আরও পড়ুন - Sonam Kapoor: চেহারায় মাতৃত্বের আভা, মা হচ্ছেন ঘোষণা করার পর প্রথমবার জনসমক্ষে সোনম কপূর


'দ্য কাশ্মীর ফাইলস' ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশীদের মতো অভিনেতারা। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে দর্শন কুমার, পুনিত ইশার, মৃণাল কুলকার্নি প্রমুখ অভিনেতাদের। উত্তর প্রদেশ, ত্রিপুরা, গোয়া, হরিয়ানা, উত্তরাখণ্ডসহ দেশের বেশ কিছু রাজ্যে ইতিমধ্যেই এই ছবিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে।