প্রথমে ইরফান খান, তারপর সোনালি বেন্দ্রের শরীরে কর্কট রোগের থাবা বসানোর কথা জানতে পারে ইন্ডাস্ট্রি। কার্যত বলিউডের দুই সদস্যের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর পেয়ে বড় ধাক্কা খায় ইন্ডাস্ট্রির লোকজন। এবার সামনে এল আরও এক মর্মান্তিক খবর। শ্রীদেবীর সঙ্গে 'ইংলিশ ভিংলিশ' ছবিতে অভিনয় করা গায়িকা-অভিনেত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তির বড় বোন সুজাতা কুমার চলে গেলেন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হেরে গিয়ে।
ছোটপর্দায় বিভিন্ন শোয়ে অভিনয় করেছেন সুজাতা। তারমধ্যে রয়েছে ‘হোটেল কিংসটন’, ‘বম্বে টকিং’ এবং অনিল কপূর অভিনীত ‘২৪ এপিসোড’ও। সেখানে তিনি মেঘনা সিংঘানিয়ার ভূমিকায় অভিনয় করেছিলেন।
‘ইংলিশ-ভিংলিশ’ ছাড়া ‘রাঞ্ঝনা’, ‘সালামে-ইশক’ এবং ‘গোরি তেরে পেয়ার মে’-র মতো একাধিক ছবিতে অভিনয় করেছিলেন সুজাতা কুমার।